নিউজ ডেস্ক:
কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’। আর এবার সেই ওল্ড, ওয়ার্ম অ্যান্ড ভিনটেজ লুকে হাজির বাঙালি তনয়া বিপাশা বসু।
ফ্যাশান ব্র্যান্ড ‘রকি স্টার’-এর অটম ও উইনটার কালেকশনে দেখা গেল এক ভিন্ন বিপাশা বসুকে
ব্ল্যাক বিউটি বলেই খ্যাতি রয়েছে বিপাশার। আর তার এই ফটোশ্যুটকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাজিক বললে ভুল হবে না। এই ফটোশ্যুটি বিপাশার ক্যাপশান ‘”Old world charm is evergreen.”
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে এই সব ফটোশ্যুটের ছবি শেয়ারও করেছেন বিপাশা। ইতিমধ্যেই বিপাশার এই ‘সাদাকালো’ ওয়ার্ম ফটোশ্যুটে লাইকের বন্যা বইছে। সেখানে কমেন্টের সংখ্যাও নেহাত কম নয়।
















































