নিউজ ডেস্ক:
বলিউড থেকে হলিউড অবাধ বিচরণ প্রিয়াঙ্কা চোপড়ার। পর্দায় তাঁর উপস্থিতি অনেক ছবিকে বক্স অফিসে বাণিজ্য এনে দিয়েছে।
সেই প্রিয়াঙ্কার বক্তব্য, ক্যামেরার সামনে নয় , নেপথ্যে থাকতে চেয়েছিলেন তিনি। কোথায়, কেন এই মন্তব্য তাঁর?
প্রিয়াঙ্কা চোপড়া তাঁর প্রযোজিত প্রথম নর্থইস্টার্ন ফিল্ম দেখালেন টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ছবির নাম পাহুনা : দ্য লিটল ভিজিটরস। ফেস্টিভ্যালে যথেষ্ট প্রশংসিত হয় ছবিটা।
এই প্রশংসায় অভিভূত হয়ে প্রিয়াঙ্কা জানান , এর জন্যই তিনি বরাবর ভালো ছবি বানাতে আগ্রহী। তিনি নাকি আসলে ফিল্ম মেকারই হতে চেয়েছিলেন। ছবির গল্প তিনটে নেপালি বচ্চাকে নিয়ে। যারা পরিস্থিতির চাপে বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। কীভাবে শেষ পর্যন্ত তারা ফিরে পায় পরিবারকে , সেটাই মূল বিষয় এই ফিল্মের।
কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। ছবির পরিচালক পাখি এ টায়ারওয়ালা আর আর্টিস্টিক ডিরেক্টর ক্যামেরন বেইলির সঙ্গে। ফেস্টিভ্যালের মঞ্চ থেকে। সেই ছবির ক্যাপশানে তিনি লেখেন , ‘‘না ’ শুনতে আমার কখনও ভালো লগে না। কারণ সবসময় কেউ না কেউ থেকে যান যিনি সব কিছুতেই ‘হঁ্যা ’ বলেন। আমার ছবির প্রথম মহিলা পরিচালকের জন্য আমি গর্বিত। কারণ ও কখনও হাল ছাড়েনি। যখন অনেকেই ভেবেছিলেন এই ফিল্ম কোনওদিন তৈরিই হবে না। ’
এখানেই অবশ্য থেমে যাননি নায়িকা। আরও বলেন , ‘যদিও ছবির বিষয় আমরা যাকে মেইনস্ট্রিম বলি , তার সঙ্গে মেলে না। তবুও এত ভালো গল্প নিয়ে ছবি যে অনেকদিন হয়নি , সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ ’মা মধু চোপড়ার সঙ্গে যৌথভাবে এই ফিল্ম প্রযোজনা করেছেন প্রিয়াঙ্কা। তাঁর মতে , এই ফিল্মের গল্প অনেক গভীর সমস্যা তুলে ধরে। ছোট্ট গ্রামের তিন শিশু কীভাবে নানা সমস্যা সামলায় , তা খুব সুন্দর করে ফুটে উঠেছে এই ছবিতে৷ তবে ক্যামেরন বেইলির সাহায্য ছাড়া যে এই ছবি কিছুতেই আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছনো সম্ভব হত না , তা স্বীকার করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ‘দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন এই ফিল্মটার জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয় ’জানান প্রিয়াঙ্কা। এই ছবির ফার্স্ট লুক মুক্তি পায় এ বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে।
তবে মুখে ফিল্মমেকার হওয়ার কথা বললেও প্রিয়াঙ্কার শিডিউলে অবশ্য ঠাসা নায়িকা হওয়ারই কাজ। ‘কোয়ান্টিকো ’র আগামী সিজন শুধু নয় , ‘বেওয়াচ’-এর পর আরও দু’টি হলিউড ফিচার ছবি করার কথা তাঁর। খুব শীঘ্রই সেগুলির শ্যুটিংও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।