নিউজ ডেস্ক:
ফের বলিউড আর ক্রিকেটের জুটি। অধিনায়ক বিরাট কোহলি আর তার প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মতোই চুটিয়ে প্রেম করছেন তারই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পাণ্ডে এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া।
তবে এখনও পর্যন্ত কোনও কিছু খোলাখুলি ঘোষণা করেননি তারা। তবে টুইটারে এমন একটি ছবি শেয়ার করেছেন এবং সেই ছবি নিয়ে তারা এমন কিছু কথোপকথন করেছেন, যা দেখে অনেকেই মনে করছেন, গোপনে প্রেম করছেন এই দুই তারকা।
একটি সাইকেলের ছবি টুইট করে পরিণীতি লিখেছেন, একজন ঠিক সঙ্গীর সঙ্গে দারুণ একটা সফর। হাওয়াতে প্রেম ভাসছে। সেই ছবিতে হার্দিক লেখেন, আমার তো মনে হয় বলিউড আর ক্রিকেটের মধ্যে জুটিটা ভালই জমবে।
জবাবে পরিণীতি লেখেন, ‘দেখা যাক, সময়ই উত্তর দেবে। আপাতত এই ছবিটাই আমার হয়ে কথা বলুক। ’ এর আগে মনসুর আলি খান পতৌদির সঙ্গে শর্মিলা ঠাকুরের, মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সঙ্গীতা বিজলানির সম্পর্ক নিয়েও বিস্তর জল্পনা হয়েছে।















































