ঝিনাইদহ সংবাদদাতাঃ রুপা, তনুসহ সকল ধর্ষণ ও হত্যার বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এই কর্মসূচী পালন করে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার সংস্থার আহ্বায়ক আমিনুর রহমান টুকু, ম্যাটস’র সহকারী পরিচালক ডাঃ মুন্সী রেজা সেকেন্দার, এইড এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার, উন্নয়ন ধারার সমন্বয়কারী হায়দার আলী, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, শোভা এনজিও’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, পদ্মা এনজিও’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মানবাধিকার সংরক্ষন পরিষদের সভাপতি আইয়ুব হোসেন প্রমুখ। সে সময় বক্তারা, রুপা, তনুসহ সকল ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবী করেন সেই সাথে নারীর প্রতি এ ধরনের সহিংসতা বন্ধের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
রবিবার
২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ