নিউজ ডেস্ক:
ককপিট ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ ছিল চরমে। আর সেই উত্তেজনা একটু কমাতেই শনিবার মুক্তি পেল ককপিট ছবির টিজার।
টিজারটির মধ্যে একটা রোমহর্ষক এবং টানটান উত্তেজনা রয়েছে। কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র এবং দেব অভিনীত এই ছবিটি সত্য কাহিনীকে ঘিরেই তৈরি করা হচ্ছে।
চ্যাম্প ছবিটি যেমন দেবের একটি ড্রিম প্রজেক্ট ছিল সেরকমই ককপিট দেবের আরও একটি ড্রিম প্রজেক্ট। এই ছবিটি কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এবং দেবের প্রযোজনায় তৈরি করা হচ্ছে। টিজারে দেখা যাচ্ছে- দেব একজন পাইলট, রুক্মিণী একজন সুন্দরী এয়ার হস্টেস। অন্যদিকে কোয়েল একজন ঘরোয়া মেয়ে, যার সঙ্গে সম্পর্ক রয়েছে পাইলট দেবের। কিন্তু টিজার দেখে বোঝা যাচ্ছে দেবের আবার অন্যদিকে রুক্মিণীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। সম্পর্কের গল্প যেমন রয়েছে তেমনই রয়েছে প্লেন এক্সিডেন্টের ভয়াবহ মুহূর্ত।
















































