প্রশংসিত ‘ঢাকা অ্যাটাক’র টিজার (ভিডিও) !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘অগ্নি’, ওয়ার্নিং’এর পর ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বড় পর্দায় ফিরছে আরিফিন শুভ-মাহিয়া মাহি জুটি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর।

শনিবার ইউটিউবে মুক্তির পর ছবিটির টিজার বেশ সাড়া ফেলেছে। টিজারটি দেখার পর বেশিরভাগ দর্শকই ইতিবাচক মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেছেন, এখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি নি। তবে এই ছবিটা দেখবো অনেক আগ থেকেই ঠিক করে রাখছি।

অন্য একজন লিখেছেন, বাংলা মুভির সেরা টিজার দেখলাম। এককথায় অস্থির। “আয়নাবাজি’ ছবির পর ‘আরেকটি ধামাকা আসছে’ বলেও মন্তব্য করেছেন এক ব্যক্তি।

রানা নামের একজন লিখেছেন, অসম্ভব ভাল লাগার একটা টিজার। ঢাকা অ্যাটাক টিমকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা টিজার উপহার দেওয়ার জন্য।

রাশেদ জিসান টিজারটি দেখার পর মন্তব্য করেছেন, ‘রেকর্ড হবে। রেকর্ড! ‘ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ!!! যেন হলিউড এর টিজার দেখছিলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

প্রশংসিত ‘ঢাকা অ্যাটাক’র টিজার (ভিডিও) !

আপডেট সময় : ১১:৪০:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

‘অগ্নি’, ওয়ার্নিং’এর পর ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বড় পর্দায় ফিরছে আরিফিন শুভ-মাহিয়া মাহি জুটি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর।

শনিবার ইউটিউবে মুক্তির পর ছবিটির টিজার বেশ সাড়া ফেলেছে। টিজারটি দেখার পর বেশিরভাগ দর্শকই ইতিবাচক মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেছেন, এখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি নি। তবে এই ছবিটা দেখবো অনেক আগ থেকেই ঠিক করে রাখছি।

অন্য একজন লিখেছেন, বাংলা মুভির সেরা টিজার দেখলাম। এককথায় অস্থির। “আয়নাবাজি’ ছবির পর ‘আরেকটি ধামাকা আসছে’ বলেও মন্তব্য করেছেন এক ব্যক্তি।

রানা নামের একজন লিখেছেন, অসম্ভব ভাল লাগার একটা টিজার। ঢাকা অ্যাটাক টিমকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা টিজার উপহার দেওয়ার জন্য।

রাশেদ জিসান টিজারটি দেখার পর মন্তব্য করেছেন, ‘রেকর্ড হবে। রেকর্ড! ‘ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ!!! যেন হলিউড এর টিজার দেখছিলাম।