শিরোনাম :
Logo “লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে” : বেরোবি শিক্ষার্থীরা Logo কয়রায় নৌবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প Logo পলাশবাড়ী উপ: স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সিং সুপারভাইজারের টিকটক ভিডিও ভাইরাল: সমালোচনার ঝড় Logo আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য Logo বিশ্বের বড় কমেডি উৎসব সৌদি আরবে Logo রাবিতে ভর্তিতে জালিয়াতির অভিযোগে ১ শিক্ষার্থী আটক Logo মতলবে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে লিফলেট বিতরণ Logo ব্যান্ডশিল্পী রাতুল মারা গেছেন Logo গাজায় বোমা হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত

ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ফের রোমান্সে কাজল আগরওয়াল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমায় এ অভিনেত্রীর রীতিমতো রাজত্ব করে চলেছেন।

আর তার বন্ধু দক্ষিণী সিনেমার সুপার স্টার তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। জানা গেছে, আবারো বন্ধুর সঙ্গে রোমান্স করবেন তিনি। রামা রাওয়ের বহুল প্রতিক্ষীত পরবর্তী সিনেমা  ‘জয় লাভা কুসা’। এতে একটি আইটেম গানে নাচবেন কাজল।

এর আগে রামা রাও অভিনীত জনতা গ্যারেজ সিনেমার আইটেম গানে নেচেছিলেন কাজল-রামা। এ বিষয়ে তখন কাজল বলেছিলেন, আমি আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকা সত্বেও জনতা গ্যারেজ সিনেমার বিশেষ গানে অংশ নিয়েছি শুধু তারকার  (রামা রাও) জন্য।

জয় লাভা কুসা সিনেমাটির আইটেম গানেও নাচতে নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছেন কাজল। এ প্রসঙ্গে বিশ্বস্ত একটি সূত্র বলেন, পরিচালক ববির সেটে আইটেম গানে অংশ নেবেন কাজল। এ জন্য তিনি ৪-৫ দিন সময় দেবেন।

যদিও এ বিষয়ে কাজল আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে কাজলের বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন। এই আইটেম গানের জন্য কাজল ৪০ লাখ রুপি পারিশ্রমিক নেবেন বলেও জানিয়েছে সূত্রটি।

তেলেগু ভাষার জয় লাভা কুসা সিনেমাটি পরিচালনা করছেন কে. এস. রবীন্দ্র। যিনি ববি নামেও পরিচিত। ২১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। নেনে রাজু নেনে মন্ত্রী সিনেমার মাধ্যমে প্রথমবার তেলেগু ভাষার সিনেমায় পা রাখেন কাজল। এটি পরিচালনা করেছেন তেজা। এতে কাজল রাধা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

“লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে” : বেরোবি শিক্ষার্থীরা

ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ফের রোমান্সে কাজল আগরওয়াল !

আপডেট সময় : ১১:৩৫:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমায় এ অভিনেত্রীর রীতিমতো রাজত্ব করে চলেছেন।

আর তার বন্ধু দক্ষিণী সিনেমার সুপার স্টার তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। জানা গেছে, আবারো বন্ধুর সঙ্গে রোমান্স করবেন তিনি। রামা রাওয়ের বহুল প্রতিক্ষীত পরবর্তী সিনেমা  ‘জয় লাভা কুসা’। এতে একটি আইটেম গানে নাচবেন কাজল।

এর আগে রামা রাও অভিনীত জনতা গ্যারেজ সিনেমার আইটেম গানে নেচেছিলেন কাজল-রামা। এ বিষয়ে তখন কাজল বলেছিলেন, আমি আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকা সত্বেও জনতা গ্যারেজ সিনেমার বিশেষ গানে অংশ নিয়েছি শুধু তারকার  (রামা রাও) জন্য।

জয় লাভা কুসা সিনেমাটির আইটেম গানেও নাচতে নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছেন কাজল। এ প্রসঙ্গে বিশ্বস্ত একটি সূত্র বলেন, পরিচালক ববির সেটে আইটেম গানে অংশ নেবেন কাজল। এ জন্য তিনি ৪-৫ দিন সময় দেবেন।

যদিও এ বিষয়ে কাজল আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে কাজলের বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন। এই আইটেম গানের জন্য কাজল ৪০ লাখ রুপি পারিশ্রমিক নেবেন বলেও জানিয়েছে সূত্রটি।

তেলেগু ভাষার জয় লাভা কুসা সিনেমাটি পরিচালনা করছেন কে. এস. রবীন্দ্র। যিনি ববি নামেও পরিচিত। ২১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। নেনে রাজু নেনে মন্ত্রী সিনেমার মাধ্যমে প্রথমবার তেলেগু ভাষার সিনেমায় পা রাখেন কাজল। এটি পরিচালনা করেছেন তেজা। এতে কাজল রাধা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন।