চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুদি ব্যবসায়ী ওসমান হারুন লাটু দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের মৃত শের আলী ম-লের ছেলে।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, ওসমান হারুন লাটু (৩৫) মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা জেলা শহরে আসছিলেন। বেলা ১টা ৪০ মিনিটে উজিরপুর নামক স্থানে তিনি একটি ইট বোঝাই ট্রাককে ওভারটেক করতে যান। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থালেই নিহত হন। নিহত ওসমান হারুন লাটুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে দামড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান।
শনিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ