নিউজ ডেস্ক:
ট্রিপি ট্রিপিতে ‘আগুন’ ঝরাচ্ছেন সানি লিওন। কিন্তু ‘ভূমির’ ওই আইটেম গানের জন্য নাকি সানি নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন মালাইকা আরোরা খান।
তাহলে কেন ভূমির ওই আইটেম গান থেকে বাদ পড়লেন মালাইকা? বি ট্রিপি ট্রিপি নিয়ে পারদ যখন চড়ছে, সেই সময় এমন প্রশ্নও উঠছে বি টাউনের অন্দরমহলে।
বলিউড লাইফের খবর অনুযায়ী, ট্রিপি ট্রিপি নিয়ে যখন মালাইকাকে প্রস্তাব দেওয়া হয়, তখন নায়িকার নাকি ‘ডেট’ পাওয়া যায়নি। অর্থাৎ অন্য কোনো শুটিংয়ের জন্য ব্যস্ত তিনি। আর সেই কারণেই নাকি মালাইকার পরিবর্তে নেহা কক্করের ওই আইটেম গানের জন্য বেছে নেওয়া হয় সানিকে।
এদিকে শোনা যাচ্ছে, সালমান খানের ‘দাবাং থ্রি’র আইটেম গানের জন্য নাকি এবারও পছন্দ করা হয়েছে মালাইকাকে। যদিও এ বিষয়ে সঠিক কোনও খবর মেলেনি। তবে ‘মুন্নি বদনাম’র মত এবারও কি সালমানের সিনেমায় ‘জাদু’ দেখাবেন মালাইকা, সেটা অবশ্য সময়ই বলবে।















































