হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফে সড়ক দূর্ঘটনায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মো. আজাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা জালাল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজের পাশে বেপরোয়া গতির একটি মাহিন্দ্র গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত এবং চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
হ্নীলা ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।


























































