লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর কলচমা-সোনাপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে নিমার্নাধীন বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র ভবনের পোস অংশ ধসে পড়ে ৩জন নির্মান শ্রমিক গুরুতর আহত হয়। গুরুতর আহত শাহাবুদ্দিনকে ঢাকা,মনির হোসেন,রুবেলকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানায়,পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর ২শত ৮৫ কোটি টাকার অর্থায়নে রামগঞ্জ গ্রিড উপকেন্দ্র টেন্ডার পেয়ে এনআরজি প্যাক ইঞ্জিনিয়ারিং লিঃ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান গত বছরের ৬এপ্রিল কাজ শুরু করে। গ্রিডের ভবন ও যন্ত্রাংশ স্থাপন কাজ চলাকালী বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ভবনের (বর্ধিত) পোস অংশ ধসে পড়ে। এতে ৩জন শ্রমিক গুরুতর আহত হয়। রড় মেস্তুতি সফি উল্যাহ বলেন,নির্মান কাজে ভ্রুটি থাকায় অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। নাম প্রকাশের অনিচ্ছুক একজন প্রথম শ্রেনীর ঠিকাদার বলেন,নিম্মমানের উপকরন দিয়ে ভবন নির্মান করাতে ভবনের পোস অংশটি ধসে পড়ে। পিজিসিবি প্রকৌশলী সুমন হোসেন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী গোলাম সারওয়ার বলেন,ভবনের পোস অংশে পিলার না থাকায় এবং নির্মান কাজে ভ্রুটি হওয়ায় ধসে পড়েছে। ঘটনার পরেই আমরা ধসে পড়া অংশটি সম্পুর্ন ভেঙ্গে ফেলে দিয়েছি। আহত শ্রমিকদের ঢাকা ও রামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় এমপি লায়ন এম.এ আউয়ালের প্রতিনিধি মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি এমপিকে জানানো হয়েছে। সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।