জিয়াবুল হক , টেকনাফ: টেকনাফ পৌরসভার পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করেছে র্যাব-৭।
গতকাল ৭ আগষ্ট সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন।
আটককৃতরা হচ্ছে, মিয়ানমারের নাগরিক মোহাম্মদ ফরিদ ও শামসুল আলম। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী হিসেবে কাজ করছে। মেজর রুহুল আমিন আরও জানান, গোপন তথ্যে’র ভিত্তিতে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক ও পরে তাদের দেয়া তথ্যমতে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, সম্প্রতি টেকনাফ থেকে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের শ্যালককে অস্ত্রসহ আটক করেছিল আইন-শৃঙ্খলাবাহিনী।














































