নিউজ ডেস্ক:
প্রচারের অপেক্ষায় থাকা এইচবিওর ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’র চিত্রনাট্য/নির্দেশনামূলক তথ্যাবলী চুরি হয়ে গেছে। এইচবিও কর্তৃপক্ষই নিজেদের প্রোগ্রাম হ্যাকিংয়ের বিষয়টি জানিয়েছে। তবে কী প্রোগ্রাম হ্যাকাররা চুরি করেছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এইচবিওর প্রধান নির্বাহী রিচার্ড প্লেপলার জানান, বিশ্বের সবাই কমবেশি এ হ্যাকিং সমস্যার সঙ্গে পরিচিত। আমরাও তার ভুক্তভোগী হয়েছি। তবে এটা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা নেয়া হবে।
এন্টারটেইনমেন্ট উইকলি জানায়, বিভিন্ন তথ্যবলীর সঙ্গে প্রচারের অপেক্ষায় থাকা ‘গেম অব থ্রোনস’র চিত্রনাট্য চুরি করেছে হ্যাকাররা। হ্যাক হওয়া তথ্যের পরিমাণ ১.৫ টেরাবাইট। এর মধ্যে ‘রুম ১০৪’ ড্রামা সিরিজের ‘বলার্স’ পর্বটিও আছে। হ্যাকাররা পর্বটি ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
সূত্র : হিন্দুস্থান টাইমস