শিরোনাম :
Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত 

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমঝোতা বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনে নেতৃত্বদানকারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীম সোহাগ।

তিনি জানান, গতকাল বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তার কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের ২২ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

বিশেষ করে কাজের গুরুত্ব ও আর্থিক বিষয় বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন ভিসি।

তিনি আরো বলেন, দাবি মেনে নেওয়ার বিষয়গুলো পর্যবেক্ষণে রাখবে শিক্ষার্থীরা। নির্দিষ্ট বা বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানা হলে পুনরায় শিক্ষার্থীরা আন্দোলনে নামবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল আহম্মেদ রুমি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতে সমঝোতা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত রোববার রাতে বরিশাল নগরীর সার্কিট হাউজে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগ্রাম কমিটির সঙ্গে বৈঠক করেন ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা। ওই বৈঠকেও সমঝোতা হলে আন্দোলনকারীরা ভিসির পদত্যাগ দাবি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ ও ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এর  আগ থেকেই একই দাবিতে নগরজুড়ে আন্দোলন করেন মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগ্রাম কমিটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার !

আপডেট সময় : ০৬:৫১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমঝোতা বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনে নেতৃত্বদানকারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীম সোহাগ।

তিনি জানান, গতকাল বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তার কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের ২২ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

বিশেষ করে কাজের গুরুত্ব ও আর্থিক বিষয় বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন ভিসি।

তিনি আরো বলেন, দাবি মেনে নেওয়ার বিষয়গুলো পর্যবেক্ষণে রাখবে শিক্ষার্থীরা। নির্দিষ্ট বা বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানা হলে পুনরায় শিক্ষার্থীরা আন্দোলনে নামবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল আহম্মেদ রুমি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতে সমঝোতা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত রোববার রাতে বরিশাল নগরীর সার্কিট হাউজে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগ্রাম কমিটির সঙ্গে বৈঠক করেন ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা। ওই বৈঠকেও সমঝোতা হলে আন্দোলনকারীরা ভিসির পদত্যাগ দাবি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ ও ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এর  আগ থেকেই একই দাবিতে নগরজুড়ে আন্দোলন করেন মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগ্রাম কমিটি।