নিউজ ডেস্ক:
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় গ্রিন ইউনিভার্সিটির ২৪০ শিক্ষার্থীকে ভিসি ও ডিনস সার্টিফিকেট দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে স্প্রিং-২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের হাতে এ সনদ তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম, ডিন অধ্যাপক ড. মো. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কে নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্প্রিং সেমিস্টারে ভালো ফলের জন্য ১১৭ ছাত্রছাত্রী ভিসি সার্টিফিকেট এবং ১২৩ জন ডিনস সার্টিফিকেট পেয়েছেন। পরীক্ষায় জিপিএ-৩.৯০ থেকে ৪.০০ পেলে ভিসি সার্টিফিকেট এবং জিপিএ-৩.৮০ থেকে ৩.৮৯ অর্জন করলে ডিনস সার্টিফিকেট লাভ করেন।