সুচিত্রাকে ‘যৌনকর্মী’ আখ্যা দিয়ে গালিগালাজ টুইটারে

  • আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় অভিনেত্রী এবং গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। জানা যায়, ৩ দিন আগে সুচিত্রা টুইট করে জানান, ‘ভগবানকে মনে করানোর জন্য লাউড স্পিকারের প্রয়োজন নেই তার’।

সুচিত্রার এমন মন্তব্যে প্রশংসা এবং নিন্দা দুইয়েরই সম্মুখীন হতে হয় তাকে। কেউ যেমন তাকে বাহবা জানিয়েছেন এ ধরনের বিষয় প্রসঙ্গে মন্তব্য করার সাহস দেখানোর জন্য। ঠিক তেমনই কেউ আবার কুৎসিত যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ক্রমাগত তাকে টুইটারে হেনস্থা করেছেন। এমনকি তাকে অভিনেত্রী নয়, যৌনকর্মী বলেও আক্রমণ করেছে অনেকে।

সুচিত্রা পরে সেই নোংরা টুইটগুলোর একটি কোলাজ বানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বলেন, এ বিকৃতমনা মানুষগুলোকে দেখে সত্যিই খারাপ লাগছে। ভারতে নারীদের সম্পর্কে এ ধারণা মানুষের। তিনি আরো লেখেন, এখন বুঝতে অসুবিধা হচ্ছে না—কেন ভারতকে ধর্ষণের রাজধানী বলে ডাকা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুচিত্রাকে ‘যৌনকর্মী’ আখ্যা দিয়ে গালিগালাজ টুইটারে

আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় অভিনেত্রী এবং গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। জানা যায়, ৩ দিন আগে সুচিত্রা টুইট করে জানান, ‘ভগবানকে মনে করানোর জন্য লাউড স্পিকারের প্রয়োজন নেই তার’।

সুচিত্রার এমন মন্তব্যে প্রশংসা এবং নিন্দা দুইয়েরই সম্মুখীন হতে হয় তাকে। কেউ যেমন তাকে বাহবা জানিয়েছেন এ ধরনের বিষয় প্রসঙ্গে মন্তব্য করার সাহস দেখানোর জন্য। ঠিক তেমনই কেউ আবার কুৎসিত যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ক্রমাগত তাকে টুইটারে হেনস্থা করেছেন। এমনকি তাকে অভিনেত্রী নয়, যৌনকর্মী বলেও আক্রমণ করেছে অনেকে।

সুচিত্রা পরে সেই নোংরা টুইটগুলোর একটি কোলাজ বানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বলেন, এ বিকৃতমনা মানুষগুলোকে দেখে সত্যিই খারাপ লাগছে। ভারতে নারীদের সম্পর্কে এ ধারণা মানুষের। তিনি আরো লেখেন, এখন বুঝতে অসুবিধা হচ্ছে না—কেন ভারতকে ধর্ষণের রাজধানী বলে ডাকা হয়।