শিরোনাম :
Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত 

সমালোচনার মুখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মূল বাজেটের সবচেয়ে কম বরাদ্দ গবেষণা ও শিক্ষা খাতে এবং সবচেয়ে বেশি বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন খাতে রেখে ৭৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
গবেষণাকে অবহেলা করে এ বাজেট ঘোষণা করায় সমালোচনার ঝড় বইছে শেকৃবিতে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সূত্র জানায়, এবার বাজেটে গবেষণা খাতে শূন্য দশমিক ৬৬ শতাংশ এবং শিক্ষাখাতে ৭ দশমিক ৬৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সিন্ডিকেটের ৮০তম সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। ৫৫ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এ খাতে। যা মূল বাজেটের ৭৩ দশমিক ৩৯ শতাংশ।

এবারের বাজেট নিয়ে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বাজেটে সরকারের নিয়মনীতি অনুসরণ করে এবং সীমিত সম্পদের সদ্ব্যবহার করে একাডেমিক উন্নয়নে শিক্ষা, আনুষঙ্গিক ও ছাত্র সহায়ক তহবিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া অপচয় রোধ এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে শেকৃবি রিসার্চ সিস্টেমের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আক্কাস আলী বলেন, ছয় মাস পরপর বিশ্ববিদ্যালয়ের জার্নাল বের করার কথা। কিন্তু গবেষণাপত্রের অভাবে প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জার্নাল বের করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, কমপক্ষে ১০টি গবেষণাপত্র ছাড়া জার্নাল বের করা যায় না। আমাদের কাছে গত এক বছরে মাত্র চারটি গবেষণাপত্র এসেছে। গবেষণায় বরাদ্দ কম রাখায় শিক্ষকেরা ঠিক মতো গবেষণা করতে পারছেন না বলে তিনি মনে করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, বাজেটে শিক্ষা ও গবেষণায় অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেটে অনেক আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আশানুরূপ বরাদ্দ পাওয়া যায়নি বলেই শিক্ষা ও গবেষণা খাতে অর্থের এমন সংকট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সমালোচনার মুখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট !

আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

মূল বাজেটের সবচেয়ে কম বরাদ্দ গবেষণা ও শিক্ষা খাতে এবং সবচেয়ে বেশি বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন খাতে রেখে ৭৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
গবেষণাকে অবহেলা করে এ বাজেট ঘোষণা করায় সমালোচনার ঝড় বইছে শেকৃবিতে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সূত্র জানায়, এবার বাজেটে গবেষণা খাতে শূন্য দশমিক ৬৬ শতাংশ এবং শিক্ষাখাতে ৭ দশমিক ৬৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সিন্ডিকেটের ৮০তম সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। ৫৫ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এ খাতে। যা মূল বাজেটের ৭৩ দশমিক ৩৯ শতাংশ।

এবারের বাজেট নিয়ে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বাজেটে সরকারের নিয়মনীতি অনুসরণ করে এবং সীমিত সম্পদের সদ্ব্যবহার করে একাডেমিক উন্নয়নে শিক্ষা, আনুষঙ্গিক ও ছাত্র সহায়ক তহবিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া অপচয় রোধ এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে শেকৃবি রিসার্চ সিস্টেমের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আক্কাস আলী বলেন, ছয় মাস পরপর বিশ্ববিদ্যালয়ের জার্নাল বের করার কথা। কিন্তু গবেষণাপত্রের অভাবে প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জার্নাল বের করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, কমপক্ষে ১০টি গবেষণাপত্র ছাড়া জার্নাল বের করা যায় না। আমাদের কাছে গত এক বছরে মাত্র চারটি গবেষণাপত্র এসেছে। গবেষণায় বরাদ্দ কম রাখায় শিক্ষকেরা ঠিক মতো গবেষণা করতে পারছেন না বলে তিনি মনে করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, বাজেটে শিক্ষা ও গবেষণায় অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেটে অনেক আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আশানুরূপ বরাদ্দ পাওয়া যায়নি বলেই শিক্ষা ও গবেষণা খাতে অর্থের এমন সংকট।