শুক্রবার | ১৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার Logo রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ Logo ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo ১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সভাপতি হয়েছেন সজিব হোসেন জয় ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. তরিকুল ইসলাম।
শনিবার সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনলাইনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাতেই ফলাফল ঘোষণা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও ‘দৈনিক সকালের সময়’ এর জবি প্রতিনিধি মো. তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারিজুল ইসলাম। নির্বাচনে মোট ১৩২ জন ভোটারের মধ্যে মোট ১১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত মো. সজিব হোসেন ৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসানুজ্জামান পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম পেয়েছেন ৯১ টি। অপর দুই প্রতিদ্বন্দ্বী এসপি প্রদীপ পেয়েছেন ১৬ ভোট এবং মো. আরিফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রেদওয়ান ইসলাম, অফিস সম্পাদক পদে ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক পদে সাব্বির আহমেদ সুইট ও প্রচার সম্পাদক পদে তাশরিফ আহমেদ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সজিব হোসেনের জয় বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করবে। সকলকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই”।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের আস্থা ও সক্রিয় অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর একটি নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয় এটি আমাদের জেলার সকল শিক্ষার্থীর সম্মিলিত সাফল্য। নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সহযোগিতা এ প্রক্রিয়াকে আরও সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করেছে।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে, সংগঠনকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সক্রিয় করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যায় পাশে থাকা, তাদের মেধা ও ক্যারিয়ার বিকাশে উদ্যোগ নেওয়া এবং সংগঠনের ভেতরে ঐক্য ও স্বচ্ছতা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

আপডেট সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সভাপতি হয়েছেন সজিব হোসেন জয় ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. তরিকুল ইসলাম।
শনিবার সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনলাইনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাতেই ফলাফল ঘোষণা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও ‘দৈনিক সকালের সময়’ এর জবি প্রতিনিধি মো. তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারিজুল ইসলাম। নির্বাচনে মোট ১৩২ জন ভোটারের মধ্যে মোট ১১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত মো. সজিব হোসেন ৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসানুজ্জামান পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম পেয়েছেন ৯১ টি। অপর দুই প্রতিদ্বন্দ্বী এসপি প্রদীপ পেয়েছেন ১৬ ভোট এবং মো. আরিফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রেদওয়ান ইসলাম, অফিস সম্পাদক পদে ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক পদে সাব্বির আহমেদ সুইট ও প্রচার সম্পাদক পদে তাশরিফ আহমেদ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সজিব হোসেনের জয় বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করবে। সকলকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই”।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের আস্থা ও সক্রিয় অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর একটি নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয় এটি আমাদের জেলার সকল শিক্ষার্থীর সম্মিলিত সাফল্য। নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সহযোগিতা এ প্রক্রিয়াকে আরও সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করেছে।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে, সংগঠনকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সক্রিয় করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যায় পাশে থাকা, তাদের মেধা ও ক্যারিয়ার বিকাশে উদ্যোগ নেওয়া এবং সংগঠনের ভেতরে ঐক্য ও স্বচ্ছতা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”