মেহেরপুর প্রতিনিধিঃ র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাখ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াজ ইউনুস, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী সাইফুল ইসলাম, নুরুল হুদা প্রমুখ।
এসময় পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদান রাখায় পরিবার কল্যান সহকারী মেহেরুন নেছা, পরিবার কল্যান পরির্দশিকা মনোয়ারা খাতুন, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বাউট, শ্রেষ্ট চেয়ারম্যান সদর উপজেলার কুতুবপুর ইউপ চেয়ারম্যান শহিদুল আলম, শ্রেষ্ট উপজেলা হিসেবে সদর উপজেলা পরিষদ, শ্রেষ্ট বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে (ক্লিনিক ভিত্তক) পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি, (সিবিডি ভিত্তক) ব্যবস্থাপক পলাশীপাড়া সমাজ কল্যান সমিতিকে জেলা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ট পরিবার কল্যান সহকারী মেহেরুন নেছা, শ্রেষ্ট পরিবার কল্যান পরির্দশিকা ঝর্ণা মন্ডল, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র কুতুবপুর ইউনিয়ন, শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ কুতুবপুর, শ্রেষ্ট বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে (ক্লিনিক ভিত্তক) নিবৃাহী পরিচালক পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি, (সিবিডি ভিত্তক) ব্যবস্থাপক মেরিস্টপ বাংলাদেশকে সদর উপজেলা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এরআগে সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।