-বিভাগীয় কমিশনার রাজশাহী
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, দেশের চলমান উন্নয়নমূলক কর্মযজ্ঞ অব্যাহত রাখতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিশন-২০২১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ পরিদর্শন শেষে উপজেলা হলরুমে এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামীম আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত জাহান সহ উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং টিআর কাবিখা প্রকল্পের অগ্রগতি ও উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, তিনি নির্মাণাধীন উপজেলা কমপে¬ক্স ভবন ও মসজিদ পরিদর্শন করেন।