নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে কোন সুসংবাদ নেই, শুধু খুন আর গুম। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। একমাত্র জাতীয় পার্টিই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে। গতকাল শুক্রবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় এরশাদ বলেন, গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে দেশে ২৮৪ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৪৭ জনের লাশ পাওয়া গেছে। বাকিদের মা, স্ত্রী-সন্তানরা চোখের পানি ফেলছেন। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ অবস্থা থেকে দেশের মানুষ পরিত্রাণ পাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বন্যার্তরা ত্রাণের জন্য হাহাকার করলেও অন্য দলের নেতারা ঢাকায় বসে এসির বাতাস খাচ্ছেন। তারা আগামী নির্বাচন ও নিজেদের নিয়ে ব্যস্ত। বন্যার্তদের হাহাকার তাদের কানে পৌঁছায় না। একমাত্র জাতীয় পার্টিই অসহায় মানুষের কথা ভাবে।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সভাপতিত্বে এবং জেলা পরিষদ সদ্য আশিক আলী ও যুবসংহতি নেতা মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলা, কাজী ফিরোজ রশীদ, মেজর (অব.) খালেদ আক্তার, সুনীল শুভরায়, সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। পরে জাতীয় পার্টি নেতারা প্রায় ৫ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।























































