নিউজ ডেস্ক:
এখন বেশিরভাগ দোকানেই কাঁচের জিনিসের সামনে সাইনবোর্ডে লেখা থাকে জিনিস দেখতে গিয়ে ভেঙে গেলে তার দায়িত্ব গ্রাহকের। অথার্ৎ কিছু দেখতে গিয়ে যদি সেটি আপনার হাত থেকে পড়ে বা অন্য কারণে ভেঙে যায় তাহলে তার মূল্য দিতে হবে আপনাকেই। ক্রেতাদের জিনিস দেখার সময় সচেতন রাখার জন্যেই এই সাইনবোর্ড লাগানো থাকে। এই সাইনবোর্ড নতুন কিছু নয়। প্রায়ই আমরা বিভিন্ন শপিং মলে তা দেখে থাকি। কিন্তু বাস্তবে এর জেরে এক নারীকে যা মূল্য দিতে হবে তা শুনলে হতবাক হয়ে যাবে সবাই।
সম্প্রতি চীনের এক নারী গয়নার দোকানে গিয়েছিলেন। সেখানে ব্রেসলেট দেখছিলেন তিনি। পছন্দের একটি ব্রেসলেট হাতে তুলে পরে দেখছিলেন ৷ কিন্তু দাম জানতে পেরে তড়িঘড়ি করে তা খুলে দিতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে যায় ব্রেসলেটটি। ব্রেসলেটটির দাম প্রায় ৩২ লাখ টাকা। ব্রেসলেটে ভেঙে যাওয়ায় এতো টাকা দিতে হবে ভেবেই ওই নারী সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপর দোকানের কর্মীরা তারে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দোকানের মালিক জানিয়েছেন, আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এখন তিনি সুস্থ রয়েছেন। নারীর পরিবারের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে ভেঙে যাওয়া ব্রেসলেটের জন্য প্রায় ৮ লাখ টাকা দাম ধরা দোকান কর্তৃপক্ষ।