নিউজ ডেস্ক:
শিশুর জন্ম ও পরিচর্যায় সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন স্থানে ৬১ হাজার ৮শ’ জন বাবা-মাকে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
গতকাল রবিবার রাজধানীর বিকেএমইএ ভবন মিলয়নায়তনে বিকেএমইএ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গর্ভ হতে ৫ বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশে জীবন দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভ্রুণ থেকে মানব শিশুর বিকাশ শুরু হয়। শূন্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৮০ শতাংশ বিকাশ সাধিত হয়। এ কারণে গর্ভবর্তী মায়ের যথাযথ যত্নের উপর নির্ভর করে সুস্থ শিশুর জন্ম।
মা বাবা যদি কিছু নিয়ম ও অভ্যাস সম্পর্কে জানে তা হলে অনেক ক্ষেত্রেই শিশুকে অটিজমসহ অনেক জটিল সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু প্রমুখ।