শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

ছোট ঘরকে ‘বড়’ করবেন যেসব উপায়ে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের জীবনে ব্যস্ততার অন্ত নেই। নানা কিছু নিয়ে ব্যস্ত সময় পার করতে হয় আমাদের। এত ব্যস্ততার মাঝে মনের মতো বাসস্থান খুঁজে পাওয়া আসলেই কঠিন একটি কাজ। তারপরও যে বাসা পাওয়া যায় সেগুলো মনের মত হয় না। কারণ যে বাসা পাওয়া যায় সেটি খুব একটা বড় নয়। তবে এই ছোট বাসাটিকেই কিন্তু আপনি এমন ভাবে সাজাতে পারেন, যা দেখে মনে হবে ঘরটা অতোটা ছোট নয়। সেই সঙ্গে বাসাটিও হোয়ে উঠবে দৃষ্টিনন্দন। আমাদের আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন কি করে আপনি আপনার ছোট বাসাটিকে যেভাবে ‘বড়’ করবেন-

১। হালকা রঙ্গে রাঙিয়ে তুলুন-

যদি ঘরটি বড় দেখাতে চান তাহলে হালকা রঙের জুড়ি নেই। হালকা রং ব্যবহার করুন, গাঢ় রং ব্যবহার করলে ঘরটিকে দেখতে ছোট লাগে। তাই ছোট ঘরকে বড়-বড় অনুভূতি দিতে চাইলে হালকা রং বেছে নেওয়াই ভালো।

২। আয়না-

একটি ছোট ঘরে প্রচুর আলো ছড়িয়ে দিবে একটি মাঝারি ধরনের আয়না। যে দেয়ালটি একটু প্রশস্ত সেখানে ঝুলিয়ে রাখুন আয়না। আয়নার প্রতিফলনের ফলে ঘরকে আলোকময় ও প্রশস্ত মনে হবে।

৩। সবুজের ছোঁয়া ছড়িয়ে দিন-

ঘরকে বড় দেখানোর জন্য বড় বাগানের দরকার নেই। শৌখিনতার জন্য ঘরের ভেতরে টবে করে একটি  দুটি গাছই যথেষ্ট। তাই ছোট ঘরে সবুজের ছোঁয়া দিতে পারেন।

৪। সঠিক জায়গায় আসবাব রাখুন-

বিশৃঙ্খলভাবে আসবাব রাখলে ঘরকে আরো ছোট দেখায়। ছোট ঘরে অনেকেই কার্পেটের ওপর গোটা চেয়ারটি রাখেন, এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, ঘরকেও ছোট দেখায়। কেননা, এতে অসামঞ্জস্য তৈরি হয়। চেয়ারের সামনের অর্ধেক অংশ কার্পেটের উপর রাখুন, বাকিটুকু বাইরে। এতে ঘরটিকে দেখতে বড় মনে হবে।

সূত্রঃ ইউএই ওয়েবসাইট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

ছোট ঘরকে ‘বড়’ করবেন যেসব উপায়ে !

আপডেট সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

আমাদের জীবনে ব্যস্ততার অন্ত নেই। নানা কিছু নিয়ে ব্যস্ত সময় পার করতে হয় আমাদের। এত ব্যস্ততার মাঝে মনের মতো বাসস্থান খুঁজে পাওয়া আসলেই কঠিন একটি কাজ। তারপরও যে বাসা পাওয়া যায় সেগুলো মনের মত হয় না। কারণ যে বাসা পাওয়া যায় সেটি খুব একটা বড় নয়। তবে এই ছোট বাসাটিকেই কিন্তু আপনি এমন ভাবে সাজাতে পারেন, যা দেখে মনে হবে ঘরটা অতোটা ছোট নয়। সেই সঙ্গে বাসাটিও হোয়ে উঠবে দৃষ্টিনন্দন। আমাদের আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন কি করে আপনি আপনার ছোট বাসাটিকে যেভাবে ‘বড়’ করবেন-

১। হালকা রঙ্গে রাঙিয়ে তুলুন-

যদি ঘরটি বড় দেখাতে চান তাহলে হালকা রঙের জুড়ি নেই। হালকা রং ব্যবহার করুন, গাঢ় রং ব্যবহার করলে ঘরটিকে দেখতে ছোট লাগে। তাই ছোট ঘরকে বড়-বড় অনুভূতি দিতে চাইলে হালকা রং বেছে নেওয়াই ভালো।

২। আয়না-

একটি ছোট ঘরে প্রচুর আলো ছড়িয়ে দিবে একটি মাঝারি ধরনের আয়না। যে দেয়ালটি একটু প্রশস্ত সেখানে ঝুলিয়ে রাখুন আয়না। আয়নার প্রতিফলনের ফলে ঘরকে আলোকময় ও প্রশস্ত মনে হবে।

৩। সবুজের ছোঁয়া ছড়িয়ে দিন-

ঘরকে বড় দেখানোর জন্য বড় বাগানের দরকার নেই। শৌখিনতার জন্য ঘরের ভেতরে টবে করে একটি  দুটি গাছই যথেষ্ট। তাই ছোট ঘরে সবুজের ছোঁয়া দিতে পারেন।

৪। সঠিক জায়গায় আসবাব রাখুন-

বিশৃঙ্খলভাবে আসবাব রাখলে ঘরকে আরো ছোট দেখায়। ছোট ঘরে অনেকেই কার্পেটের ওপর গোটা চেয়ারটি রাখেন, এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, ঘরকেও ছোট দেখায়। কেননা, এতে অসামঞ্জস্য তৈরি হয়। চেয়ারের সামনের অর্ধেক অংশ কার্পেটের উপর রাখুন, বাকিটুকু বাইরে। এতে ঘরটিকে দেখতে বড় মনে হবে।

সূত্রঃ ইউএই ওয়েবসাইট।