সবই মানুষে খায় হেই খবরডা পেপারে দিমু ” ৯৭ রছর বয়সি স্বামীহারা শাহবানুর অার্তনাদ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:২৪:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা স্বামীহারা বিধবা ৯৭ বছর বয়সী বৃদ্ধা শাহবানুর অার্তনাদ ” খবরডা পেপারে দিমু “। নলছিটি থেকে ঝালকাঠিতে অাসেন শাহবানু। এ সময় সাংবাদিকদের সাথে দেখা হলে খুলে বলেন মনের যত কষ্টের কথা।  শাহবানু জানান, নলছিটি শিতলপাড়ায় বাড়ি, পিতা মৃত কাশেম অালী হাওলাদার। ৬ ছেলে ৬ মেয়ের মধ্যে ৩ ছেলে ২মেয়ে জীবত অাছে। ১৯৭৩ সালে স্বামী মুনসুর অালীকে চিলের গোশত খাইয়ে পাগল বানিয়ে মেরে ফেলেছে। মগড় ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকায় ৫ একর ৪ শতাংশ জমি পরমানুষেরা দখল করে নিয়েছে। স্বামীর বাড়ি থেকে জীবন নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে পৈত্রিক ভিটায় ওঠেন শাহবানু। প্রথম কয়েক বছর ভালোভাবে জীবন কাটলেও ঝামেলার সৃষ্টি করে অাপন ছোট্র বোন হাজেরা বানু। হাছায় মিছায় কথা বলে ছোট্র বোন হাজেরা পৈত্রিক সম্পত্তি একা দখল করতে সব জায়গায় ম্যানেজ করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত অাড়াই কুড়া জমি দখল নিয়েছে বলে অভিযোগ শাহবানুর। ৩ পুত্র ও ২ কন্যা অসয়াত্ব জীবন যাপন করছে। তার মধ্যে বোন হাজেরার ছেলে হোন্ডায় গুন্ডা নিয়ে মারতে অাসে। বোন পুত্র হুন্ডা চালক জলিল  ও তার সাথে সাঙ্গ পাঙ্গদের ভয়ে ভীত হয়ে বলতে থাকেন জমিজমা স্বামীর ও বাবার অনেক ছিল কিন্তু এ্যাহোন কিছু নাই সবই মানুষে খায় হেই খবরডা পেপারে দিমু। সবাইরে জানাইয়া দিতে চাই ” ওরা মোরে মাইরা ফালাইতে পারে ” এহন সব কইয়্যা যামু।
বাড়ি ঘর ফেলে কখনও নেছারাবাদের তালিমে অাবার কখনো তালিমের সাথী বোনদের সাথে চলে যান। কিছু ভালোলাগেনা বলে এই বৃদ্ধা স্বামীহারা শাহবানু বলেন কিছুদিন অাগে অামারে অাগুন দিয়ে পুড়ে মারতেও দ্বিধা করেনা ছোট্র বোনের ছেলেরা। যে কোন সময় খুন করতে পারে বলে শংকা ও ভয়ে থাকেন শাহবানু। নলছিটি স্থানীয় মেয়র তছলিম চৌধুরীকেও  জানানো হয়েছিল, কিন্তু কোন কিছুই মেলেনি। এহোন কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না তাই জীবনের নিরাপত্তা চেয়ে ঝালকাঠি ও নলছিটি  পুলিশের সহযোগীতা চায় এই শাহাবানু। তাই ঝালকাঠিতে এসে সাংবাদিকদের কাছে শেষ বয়সে বেঁচে থাকার জন্য সহযোগীতা চান শাহবানু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

সবই মানুষে খায় হেই খবরডা পেপারে দিমু ” ৯৭ রছর বয়সি স্বামীহারা শাহবানুর অার্তনাদ

আপডেট সময় : ০৫:২৪:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা স্বামীহারা বিধবা ৯৭ বছর বয়সী বৃদ্ধা শাহবানুর অার্তনাদ ” খবরডা পেপারে দিমু “। নলছিটি থেকে ঝালকাঠিতে অাসেন শাহবানু। এ সময় সাংবাদিকদের সাথে দেখা হলে খুলে বলেন মনের যত কষ্টের কথা।  শাহবানু জানান, নলছিটি শিতলপাড়ায় বাড়ি, পিতা মৃত কাশেম অালী হাওলাদার। ৬ ছেলে ৬ মেয়ের মধ্যে ৩ ছেলে ২মেয়ে জীবত অাছে। ১৯৭৩ সালে স্বামী মুনসুর অালীকে চিলের গোশত খাইয়ে পাগল বানিয়ে মেরে ফেলেছে। মগড় ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকায় ৫ একর ৪ শতাংশ জমি পরমানুষেরা দখল করে নিয়েছে। স্বামীর বাড়ি থেকে জীবন নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে পৈত্রিক ভিটায় ওঠেন শাহবানু। প্রথম কয়েক বছর ভালোভাবে জীবন কাটলেও ঝামেলার সৃষ্টি করে অাপন ছোট্র বোন হাজেরা বানু। হাছায় মিছায় কথা বলে ছোট্র বোন হাজেরা পৈত্রিক সম্পত্তি একা দখল করতে সব জায়গায় ম্যানেজ করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত অাড়াই কুড়া জমি দখল নিয়েছে বলে অভিযোগ শাহবানুর। ৩ পুত্র ও ২ কন্যা অসয়াত্ব জীবন যাপন করছে। তার মধ্যে বোন হাজেরার ছেলে হোন্ডায় গুন্ডা নিয়ে মারতে অাসে। বোন পুত্র হুন্ডা চালক জলিল  ও তার সাথে সাঙ্গ পাঙ্গদের ভয়ে ভীত হয়ে বলতে থাকেন জমিজমা স্বামীর ও বাবার অনেক ছিল কিন্তু এ্যাহোন কিছু নাই সবই মানুষে খায় হেই খবরডা পেপারে দিমু। সবাইরে জানাইয়া দিতে চাই ” ওরা মোরে মাইরা ফালাইতে পারে ” এহন সব কইয়্যা যামু।
বাড়ি ঘর ফেলে কখনও নেছারাবাদের তালিমে অাবার কখনো তালিমের সাথী বোনদের সাথে চলে যান। কিছু ভালোলাগেনা বলে এই বৃদ্ধা স্বামীহারা শাহবানু বলেন কিছুদিন অাগে অামারে অাগুন দিয়ে পুড়ে মারতেও দ্বিধা করেনা ছোট্র বোনের ছেলেরা। যে কোন সময় খুন করতে পারে বলে শংকা ও ভয়ে থাকেন শাহবানু। নলছিটি স্থানীয় মেয়র তছলিম চৌধুরীকেও  জানানো হয়েছিল, কিন্তু কোন কিছুই মেলেনি। এহোন কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না তাই জীবনের নিরাপত্তা চেয়ে ঝালকাঠি ও নলছিটি  পুলিশের সহযোগীতা চায় এই শাহাবানু। তাই ঝালকাঠিতে এসে সাংবাদিকদের কাছে শেষ বয়সে বেঁচে থাকার জন্য সহযোগীতা চান শাহবানু।