চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বিতীয় বৃহত্তম আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে টুর্নামেন্টের। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের অধিনায়করা উপস্থিত থাকবেন সেখানে। আর সে লক্ষ্যেই পুরোদমে চলছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া।

প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ। প্রায় ২৬ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে এর আগে মাত্র একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেটিও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। এবারই কোনো আন্তর্জাতিক ম্যাচে দ্য ওভালে খেলতে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজা ও ইয়ন মরগানের দল। উল্লেখ্য, এর আগে দুইবার টুর্নামেন্টের বাছাইপর্বে খেললেও মূলপর্বে কখনো খেলা হয়নি বাংলাদেশের। তবে এবার আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থানে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বে অংশ নিচ্ছে টাইগাররা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া !

আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বিতীয় বৃহত্তম আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে টুর্নামেন্টের। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের অধিনায়করা উপস্থিত থাকবেন সেখানে। আর সে লক্ষ্যেই পুরোদমে চলছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া।

প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ। প্রায় ২৬ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে এর আগে মাত্র একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেটিও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। এবারই কোনো আন্তর্জাতিক ম্যাচে দ্য ওভালে খেলতে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজা ও ইয়ন মরগানের দল। উল্লেখ্য, এর আগে দুইবার টুর্নামেন্টের বাছাইপর্বে খেললেও মূলপর্বে কখনো খেলা হয়নি বাংলাদেশের। তবে এবার আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থানে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বে অংশ নিচ্ছে টাইগাররা।