শিরোনাম :
Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত

মানুষ তৈরি করল ‘ড্রাগনের নিঃশ্বাস’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রেকর্ড ভঙ্গকারী এই লঙ্কাটির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগন’স ব্রেথ’ বা ‘ড্রাগনের নিঃশ্বাস’। এই লঙ্কা মুখে দিলে আক্ষরিক অর্থেই লঙ্কাকাণ্ড ঘটে যাবে বলে মনে করছেন গবেষকরা। গত সাত বছর ধরে চেষ্টায় ছিলেন। অবশেষে তার গবেষণা সফল। ব্রিটেনের নর্থ ওয়েলসের সেন্ট অ্যাসাফের মাইক স্মিথ, বিশ্বের সব থেকে ঝাল লঙ্কাটিকে তার সবজি বাগানে ফলাতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছে সে দেশের একাধিক সংবাদ মাধ্যম।

ঝাল লঙ্কার যাবতীয় রেকর্ড ভঙ্গকারী এই লঙ্কাটির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগন’স ব্রেথ’ বা ‘ড্রাগনের নিঃশ্বাস’। এই লঙ্কা মুখে দিলে আক্ষরিক অর্থেই লঙ্কাকাণ্ড ঘটে যাবে বলে মনে করছেন সমঝদাররা। এর স্বাদ নিতে এক ফোঁটা জিভে ঠেকিয়েছিলেন স্মিথ, তার পরে তার জ্বালা থামানোই দায় হয়ে ওঠে। অনুভূতির দিক থেকে এই লঙ্কা এমনই যে, এর ঝাল একবার জিভে গেলে বাড়তেই থাকে বলে জানিয়েছেন স্মিথ। ড্রাগনস ব্রেথ-এর নির্যাস জলে ফেললে তা সহজে গলে যায় না। বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে দেখা যায়।

পেশায় শেফ স্মিথ জানিয়েছেন, নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উৎপাদিত এই লঙ্কা মোটেও খাওয়ার জন্য নয়। এর ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে চিকিৎসা বিজ্ঞানে। এই লঙ্কা অ্যানাসথেশিয়ার কাজে প্রযুক্ত হতে পারে। কারণ এই লঙ্কার নির্যাস ত্বকে লাগালে তা সাময়িকভাবে ত্বককে অনুভূতি শূন্য করে দেয়। যে সব মানুষের অ্যানাসথেটিকস-এ অ্যালার্জি রয়েছে, তাদের উপরে প্রয়োগ করা যেতে পারে ‘ড্রাগনের নিঃশ্বাস’। উন্নয়নশীল দেশগুলোতে এর প্রয়োগ ব্যাপক হতে পারে, কারণ এটি সস্তা।

২৩-২৭ মে চেলসিতে অনুষ্ঠেয় এক ফ্লাওয়ার শোতে এই লঙ্কা জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে নর্থ ওয়েলস ডেলি পোস্ট।

সূত্র : এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

মানুষ তৈরি করল ‘ড্রাগনের নিঃশ্বাস’ !

আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রেকর্ড ভঙ্গকারী এই লঙ্কাটির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগন’স ব্রেথ’ বা ‘ড্রাগনের নিঃশ্বাস’। এই লঙ্কা মুখে দিলে আক্ষরিক অর্থেই লঙ্কাকাণ্ড ঘটে যাবে বলে মনে করছেন গবেষকরা। গত সাত বছর ধরে চেষ্টায় ছিলেন। অবশেষে তার গবেষণা সফল। ব্রিটেনের নর্থ ওয়েলসের সেন্ট অ্যাসাফের মাইক স্মিথ, বিশ্বের সব থেকে ঝাল লঙ্কাটিকে তার সবজি বাগানে ফলাতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছে সে দেশের একাধিক সংবাদ মাধ্যম।

ঝাল লঙ্কার যাবতীয় রেকর্ড ভঙ্গকারী এই লঙ্কাটির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগন’স ব্রেথ’ বা ‘ড্রাগনের নিঃশ্বাস’। এই লঙ্কা মুখে দিলে আক্ষরিক অর্থেই লঙ্কাকাণ্ড ঘটে যাবে বলে মনে করছেন সমঝদাররা। এর স্বাদ নিতে এক ফোঁটা জিভে ঠেকিয়েছিলেন স্মিথ, তার পরে তার জ্বালা থামানোই দায় হয়ে ওঠে। অনুভূতির দিক থেকে এই লঙ্কা এমনই যে, এর ঝাল একবার জিভে গেলে বাড়তেই থাকে বলে জানিয়েছেন স্মিথ। ড্রাগনস ব্রেথ-এর নির্যাস জলে ফেললে তা সহজে গলে যায় না। বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে দেখা যায়।

পেশায় শেফ স্মিথ জানিয়েছেন, নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উৎপাদিত এই লঙ্কা মোটেও খাওয়ার জন্য নয়। এর ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে চিকিৎসা বিজ্ঞানে। এই লঙ্কা অ্যানাসথেশিয়ার কাজে প্রযুক্ত হতে পারে। কারণ এই লঙ্কার নির্যাস ত্বকে লাগালে তা সাময়িকভাবে ত্বককে অনুভূতি শূন্য করে দেয়। যে সব মানুষের অ্যানাসথেটিকস-এ অ্যালার্জি রয়েছে, তাদের উপরে প্রয়োগ করা যেতে পারে ‘ড্রাগনের নিঃশ্বাস’। উন্নয়নশীল দেশগুলোতে এর প্রয়োগ ব্যাপক হতে পারে, কারণ এটি সস্তা।

২৩-২৭ মে চেলসিতে অনুষ্ঠেয় এক ফ্লাওয়ার শোতে এই লঙ্কা জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে নর্থ ওয়েলস ডেলি পোস্ট।

সূত্র : এবেলা