শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

‘বাহুবলী- ৩’ আসার কোনো সম্ভাবনা নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:১১ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় সিনেমাকে বাড়তি গতি দিয়েছে ‘বাহুবলী’। ইতিহাস তৈরি করে বক্স অফিসে গড়েছে নতুন রেকর্ড। সিনে সমালোচকদের অনেকেই বলছেন, শুধু ব্যবসার নিরিখেই নয়, হলিউডকে দেখিয়ে দেওয়ার মতো কাজ যে ভারতেও হচ্ছে, বাহুবলী তার প্রমাণ দিচ্ছে। এহেন বাহুবলীই কি আবার আসতে পারে বড় পর্দায়?  প্রশ্ন জাগলেও সে সম্ভাবনায় পানি ঢাললেন বাহুবলীর লেখক-চিত্রনাট্যকার।

কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? প্রথম পর্বের পর এ প্রশ্নে বুঁদ ছিলেন সিনেপ্রেমীরা। ফলত দ্বিতীয় পর্ব যে আসতে চলেছে তা নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না। কিন্তু তৃতীয় পর্ব আসবে কিনা সে নিয়ে বেশ সংশয়। কেননা পরিচালক সে অবসর তৈরি করে রেখেছেন বটে, আবার নাও বটে। এমন কোনও স্থির ইঙ্গিত নেই যে বাহুবলী তৃতীয় পর্ব হতেই হবে। তবে দর্শকমনের ঘোর কাটছে না। বাহুবলীকে আরও একবার পর্দায় দেখতে উদগ্রীব সকলে। কিন্তু খোদ পরিচালকের বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, সে আশায় পানি ঢেলে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘বাহুবলী’র গল্প যা বলার ছিল তা বলা হয়ে গেছে। সুতরাং তৃতীয় পর্ব আসার আর কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ছেলের সঙ্গে এ ব্যাপারে তাঁর কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। কিন্তু অন্য একটি সম্ভাবনা অবশ্য জেগে আছে। তাঁর মতে, বাহুবলীর এই ঐতিহ্য থেকে যাবে টেলিভিশন সিরিজে। বাহুবলী ছবিতে যে সেট দেখা গেছে সেখানেই শুটিং হবে টিভি সিরিজের। আর এভাবে বেঁচে থাকবে বাহুবলী ও তার দুনিয়া। জানা যাচ্ছে, এই টেলিভিশন সিরিজ শুরু হবে শিবগামীর উত্থান দিয়ে। কী করে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় মাহিষমতির রাজাকে ছাপিয়ে শিবগামী হয়ে উঠলেন সর্বেসর্বা, যে কাহিনি ছবিতে দেখা যায়নি, তাইই উঠে আসতে চলেছে এই টিভি সিরিজে। তবে এ নিয়ে কি একটি প্রিক্যুয়েল হতে পারে না? প্রসাদ জানাচ্ছেন, শিবগামীকে নিয়ে যদি গল্প লেখা হয়, তবে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তাই প্রিক্যুয়েল সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি তিনি।

আপাতত ১০০০ কোটির ক্লাবে প্রথম ও একাকী মেম্বর হিসেবেই রাজত্ব করছে ‘বাহুবলী ২’। সেই মাইলফলক থেকে ‘বাহুবলী’র নতুন যাত্রা কীভাবে ও কোন মাধ্যমে এগোয়, সেটাই দেখার।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘বাহুবলী- ৩’ আসার কোনো সম্ভাবনা নেই !

আপডেট সময় : ১১:৫৭:১১ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতীয় সিনেমাকে বাড়তি গতি দিয়েছে ‘বাহুবলী’। ইতিহাস তৈরি করে বক্স অফিসে গড়েছে নতুন রেকর্ড। সিনে সমালোচকদের অনেকেই বলছেন, শুধু ব্যবসার নিরিখেই নয়, হলিউডকে দেখিয়ে দেওয়ার মতো কাজ যে ভারতেও হচ্ছে, বাহুবলী তার প্রমাণ দিচ্ছে। এহেন বাহুবলীই কি আবার আসতে পারে বড় পর্দায়?  প্রশ্ন জাগলেও সে সম্ভাবনায় পানি ঢাললেন বাহুবলীর লেখক-চিত্রনাট্যকার।

কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? প্রথম পর্বের পর এ প্রশ্নে বুঁদ ছিলেন সিনেপ্রেমীরা। ফলত দ্বিতীয় পর্ব যে আসতে চলেছে তা নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না। কিন্তু তৃতীয় পর্ব আসবে কিনা সে নিয়ে বেশ সংশয়। কেননা পরিচালক সে অবসর তৈরি করে রেখেছেন বটে, আবার নাও বটে। এমন কোনও স্থির ইঙ্গিত নেই যে বাহুবলী তৃতীয় পর্ব হতেই হবে। তবে দর্শকমনের ঘোর কাটছে না। বাহুবলীকে আরও একবার পর্দায় দেখতে উদগ্রীব সকলে। কিন্তু খোদ পরিচালকের বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ, সে আশায় পানি ঢেলে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘বাহুবলী’র গল্প যা বলার ছিল তা বলা হয়ে গেছে। সুতরাং তৃতীয় পর্ব আসার আর কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ছেলের সঙ্গে এ ব্যাপারে তাঁর কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। কিন্তু অন্য একটি সম্ভাবনা অবশ্য জেগে আছে। তাঁর মতে, বাহুবলীর এই ঐতিহ্য থেকে যাবে টেলিভিশন সিরিজে। বাহুবলী ছবিতে যে সেট দেখা গেছে সেখানেই শুটিং হবে টিভি সিরিজের। আর এভাবে বেঁচে থাকবে বাহুবলী ও তার দুনিয়া। জানা যাচ্ছে, এই টেলিভিশন সিরিজ শুরু হবে শিবগামীর উত্থান দিয়ে। কী করে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় মাহিষমতির রাজাকে ছাপিয়ে শিবগামী হয়ে উঠলেন সর্বেসর্বা, যে কাহিনি ছবিতে দেখা যায়নি, তাইই উঠে আসতে চলেছে এই টিভি সিরিজে। তবে এ নিয়ে কি একটি প্রিক্যুয়েল হতে পারে না? প্রসাদ জানাচ্ছেন, শিবগামীকে নিয়ে যদি গল্প লেখা হয়, তবে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তাই প্রিক্যুয়েল সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি তিনি।

আপাতত ১০০০ কোটির ক্লাবে প্রথম ও একাকী মেম্বর হিসেবেই রাজত্ব করছে ‘বাহুবলী ২’। সেই মাইলফলক থেকে ‘বাহুবলী’র নতুন যাত্রা কীভাবে ও কোন মাধ্যমে এগোয়, সেটাই দেখার।

সূত্র: সংবাদ প্রতিদিন।