বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

মেহেরপুরের গাংনীতে জোর পুর্বূক বাল্য বিয়ে দেওয়ায় স্কুল ছাত্রীর বিষপান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৪:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা:  মেহেরপুর, ২৭ এপ্রিল ॥ মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে নিজের বাল্যবিয়ে ঠেকাতে রেখা খাতুন (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের সুবারুল ইসলামের মেয়ে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ছাত্রীটি বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেশি সূত্রে জানা গেছে,রেখা খাতুন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮মশ্রেনির ছাত্রী ও লক্ষিনারায়ানপুর ধলা গ্রামের দিন মজুর সুবারুল ইসলামেরমেয়ে। বাবা ও মায়ের পছন্দেরছেলে একই এলাকার কাশেমেরছেলে বকুলহোসেন। তাই বাবা ও মায়ের ইচ্ছা ছিল স্কুলে পড়া অবস্থায় তাঁর নিজের পছন্দেরছেলের সাথে বিয়েদেবে। কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন ও মেয়ে দুজনে বাধা হয়ে দ্বারায়। তাই এ মাসের ১২ তারিখের দিকে রাতের আধারে অতিগোপনে অন্যের বাড়িতে বিয়েদেয়।  প্রথমে পরিবারের চাপের মুখে বিয়ে করলেও মানতে পারেনিরেখা। তাই বাবা মায়ের উপর প্রতিবাদ জানিয়ে বিষপান করে আতœহত্যারচেষ্টা করে। কৃষি কাজে ব্যবহৃত বিষ দিন মজুর সুবারুল ইসলামের ঘরে রাখা ছিলো। সেই বিষ পান করে রেখা। গতকাল সকালে বাড়িরলোকজনটেরপেয়ে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে গাংনী হাসপাতালেই চিকিৎসধীন রয়েছেরেখা।
স্থানীয় ইউপি সদস্য আজমাইন হোসেন জানান, ছেলে এবং কারোরি বয়স হয়নি। আমাদের ফাকি দিয়ে বিয়ে দিয়েছে। তবে মেয়েটি বাল্য বিবাহর কারণে বিষপান করেনি। পছন্দের ছেলে না হওয়ায় বিষপান।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আমাকে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয়কোন জনগণ এবিষয়েকেউকোন কিছু জানায়নি। আগামীকাল ইউনিয়ন পরিষদের বৈঠক আছে আমি সংশ্লিষ্ট ইউপি সদস্যর কাছে শুনে ব্যবস্থানেব।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আমাকে কোন মাধ্যম জানায়নি। যেকেউ অভিযোগ করলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ জানান, বিষয়টি আমি অবগত নয়। তবে আমি খোজ খবর নিয়ে যর্থাযথ ব্যবস্থা নেব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে জোর পুর্বূক বাল্য বিয়ে দেওয়ায় স্কুল ছাত্রীর বিষপান

আপডেট সময় : ০৪:৪৪:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

মেহেরপুর সংবাদদাতা:  মেহেরপুর, ২৭ এপ্রিল ॥ মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে নিজের বাল্যবিয়ে ঠেকাতে রেখা খাতুন (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের সুবারুল ইসলামের মেয়ে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ছাত্রীটি বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেশি সূত্রে জানা গেছে,রেখা খাতুন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮মশ্রেনির ছাত্রী ও লক্ষিনারায়ানপুর ধলা গ্রামের দিন মজুর সুবারুল ইসলামেরমেয়ে। বাবা ও মায়ের পছন্দেরছেলে একই এলাকার কাশেমেরছেলে বকুলহোসেন। তাই বাবা ও মায়ের ইচ্ছা ছিল স্কুলে পড়া অবস্থায় তাঁর নিজের পছন্দেরছেলের সাথে বিয়েদেবে। কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন ও মেয়ে দুজনে বাধা হয়ে দ্বারায়। তাই এ মাসের ১২ তারিখের দিকে রাতের আধারে অতিগোপনে অন্যের বাড়িতে বিয়েদেয়।  প্রথমে পরিবারের চাপের মুখে বিয়ে করলেও মানতে পারেনিরেখা। তাই বাবা মায়ের উপর প্রতিবাদ জানিয়ে বিষপান করে আতœহত্যারচেষ্টা করে। কৃষি কাজে ব্যবহৃত বিষ দিন মজুর সুবারুল ইসলামের ঘরে রাখা ছিলো। সেই বিষ পান করে রেখা। গতকাল সকালে বাড়িরলোকজনটেরপেয়ে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে গাংনী হাসপাতালেই চিকিৎসধীন রয়েছেরেখা।
স্থানীয় ইউপি সদস্য আজমাইন হোসেন জানান, ছেলে এবং কারোরি বয়স হয়নি। আমাদের ফাকি দিয়ে বিয়ে দিয়েছে। তবে মেয়েটি বাল্য বিবাহর কারণে বিষপান করেনি। পছন্দের ছেলে না হওয়ায় বিষপান।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আমাকে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয়কোন জনগণ এবিষয়েকেউকোন কিছু জানায়নি। আগামীকাল ইউনিয়ন পরিষদের বৈঠক আছে আমি সংশ্লিষ্ট ইউপি সদস্যর কাছে শুনে ব্যবস্থানেব।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আমাকে কোন মাধ্যম জানায়নি। যেকেউ অভিযোগ করলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ জানান, বিষয়টি আমি অবগত নয়। তবে আমি খোজ খবর নিয়ে যর্থাযথ ব্যবস্থা নেব।