রানা প্লাজার নিহত ও পঙ্গু শ্রমিকদের স্মরণ করলেন এমা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের ইতিহাসে রানা প্লাজা ধস ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। চার বছর আগের সেদিনে সাভারের বহুতল ভবন ধ্বসে নিহত হন এক হাজার ১৩৫ জন শ্রমিক। বাংলাদেশের নির্মিত পোশাক পৌঁছায় বিদেশি তারকাদের কাছেও। তাই তো হলিউড তারকা এমা ওয়াটসন এই দুর্ঘটনার চার বছর পূর্তিতে স্মরণ করলেন নিহত ও পঙ্গু শ্রমিকদের।

২০১৪ সালে জাতিসংঘের শুভেচ্ছা দূত নির্বাচিত হন এমা ওয়াটসন। তখন থেকেই নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এমা ওয়াটসন ২৪ এপ্রিল স্মরণ করলেন বাংলাদেশকে। এদিন তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে #whomademyclothes হ্যাশট্যাগ দিয়ে একটি টুইট করেন।

টুইটারে এমা লিখেছেন, ‘চারটি বছর পেরিয়ে গেল! আমি স্মরণ করছি রানা প্লাজার সেসব শ্রমিকদের। যারা আমার পোশাক তৈরি করেন, অনুগ্রহ করে তাদের সম্মান জানান।

ট্যাগস :

রানা প্লাজার নিহত ও পঙ্গু শ্রমিকদের স্মরণ করলেন এমা !

আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

বিশ্বের ইতিহাসে রানা প্লাজা ধস ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। চার বছর আগের সেদিনে সাভারের বহুতল ভবন ধ্বসে নিহত হন এক হাজার ১৩৫ জন শ্রমিক। বাংলাদেশের নির্মিত পোশাক পৌঁছায় বিদেশি তারকাদের কাছেও। তাই তো হলিউড তারকা এমা ওয়াটসন এই দুর্ঘটনার চার বছর পূর্তিতে স্মরণ করলেন নিহত ও পঙ্গু শ্রমিকদের।

২০১৪ সালে জাতিসংঘের শুভেচ্ছা দূত নির্বাচিত হন এমা ওয়াটসন। তখন থেকেই নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এমা ওয়াটসন ২৪ এপ্রিল স্মরণ করলেন বাংলাদেশকে। এদিন তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে #whomademyclothes হ্যাশট্যাগ দিয়ে একটি টুইট করেন।

টুইটারে এমা লিখেছেন, ‘চারটি বছর পেরিয়ে গেল! আমি স্মরণ করছি রানা প্লাজার সেসব শ্রমিকদের। যারা আমার পোশাক তৈরি করেন, অনুগ্রহ করে তাদের সম্মান জানান।