শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

নতুন বছরে নতুন করে ভাবুন..

  • আপডেট সময় : ০৪:২০:২৫ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৭ বার পড়া হয়েছে

বিএমআই যন্ত্র
স্বাস্থ্য ঠিক আছে কি না তা বুঝতে অধিকাংশ মানুষই বিএমআই মেশিনের দ্বারস্থ হন। কিন্তু বিএমআই পদ্ধতি কি সব সময় সঠিক তথ্য দেয়? উচ্চতার সঙ্গে ওজনের সমন্বয় ঠিক থাকা মানে এই নয় যে আপনি সুস্থ।
১৮৩০ সালের এই প্রযুক্তির ওপর ২০১৭ সালে গিয়ে পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। তাই নতুন বছর বিশেষজ্ঞের কাছে চলে যান।
গ্লুটেন বিমুখ
গ্লুটেন এড়িয়ে চললেই সুস্থতা হাসিল করতে পারবেন, এমন কোনো কথা নেই। সেলিয়াক ডিজিসের মতো বিরল রোগ যাদের রয়েছে, কেবল তাদেরই গ্লুটেন এড়িয়ে চলা উচিত। এই নিষেধাজ্ঞা সবার জন্য প্রযোজ্য নয়।
আলমন্ড মিল্ক
অনেকেই এক গ্লাস দুধের বিকল্প হিসেবে আলমন্ড মিল্ক খাওয়ার অভ্যাস করে ফেলেছেন। এটা বেশ স্বাস্থ্যকর। কিন্তু কতটা? এক গ্লাস আলমন্ড দুধে ২ শতাংশ আলমন্ড থাকে। এতে কোনো প্রোটিন নেই। তাই আবারও এক গ্লাস দুধ খাওয়া শুরু করুন।
শুধুই জুস
অনেকেই ফল ও শাকসবজি জুস করে খেতেই পছন্দ করেন। এতে পরিপূর্ণ পুষ্টি মেলে ঠিকই। কিন্তু জুস খেলে পাকস্থলী পরিপূর্ণ হয় না। বরং এমনি ফল ও সবজি খেলে ক্ষুধা মেটে।
ডিমের কেবল সাদা অংশ
ডিমের কুসুম ছাড়া কেবল সাদা অংশ খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন অনেকে। সাদা অংশে প্রোটিন থাকে। কিন্তু অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে কুসুমে। গবেষণায় বলা হয়েছে, খাদ্য থেকে আসা কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলে খুব প্রভাব ফেলে না। তাই দেহে বেশি কোলেস্টেরল না থাকলে পুরো ডিম খেতে পারেন।
‘সি’ নির্ভরতা
ঠাণ্ডা-সর্দি দূর করতে বিভিন্ন খাবার আছে। কিন্তু কেবল ভিটামিন সির ওপর ভরসা করার অভ্যাস বাদ দিন। এই ভিটামিন গ্রহণেরও মাত্রা রয়েছে। একজন মানুষের প্রতিদিন দুই হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন খাওয়া ঠিক নয়।
আঙুল ফোটানো
হাত ও পায়ের আঙুল ফোটানো কেবল বিরক্তিকরই নয়, এটা হাড়ের সংযোগস্থলের জন্য ক্ষতিকর—এই ধারণা বহু পুরনো। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এ কাজটি বরং হাড়ের সংযোগস্থলের পিচ্ছিলতার জন্য দারুণ কাজের হতে পারে।
মাইক্রোওয়েভ
অনেক গবেষণায় বলা হয়, মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে খাদ্যের পুষ্টি উপাদান নষ্ট হয়। তাই এই যন্ত্রে রান্না করেন না অনেকে। কিন্তু খবরটি মিথ্যা। রান্না করতে যন্ত্রটি শক্তির তরঙ্গ ব্যবহার করে। এতে খাবারের মলিকিউলে দ্রুত কম্পনের সৃষ্টি হয়।
ফ্লসিং
অনেকেই বলেন, সপ্তাহে একবার দাঁত ফ্লস করতে হয়। কিন্তু বার্তা সংস্থা এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লসিংয়ের কার্যকারিতা নিয়ে এখনো কোনো গবেষণাই হয়নি। তাই প্রমাণিত হওয়ার আগে ফ্লসিং না করার সিদ্ধান্ত নিতেই পারেন।
–বিজনেস ইনসাইডার অবলম্বনে সাকিব সিকান্দার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নতুন বছরে নতুন করে ভাবুন..

আপডেট সময় : ০৪:২০:২৫ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

বিএমআই যন্ত্র
স্বাস্থ্য ঠিক আছে কি না তা বুঝতে অধিকাংশ মানুষই বিএমআই মেশিনের দ্বারস্থ হন। কিন্তু বিএমআই পদ্ধতি কি সব সময় সঠিক তথ্য দেয়? উচ্চতার সঙ্গে ওজনের সমন্বয় ঠিক থাকা মানে এই নয় যে আপনি সুস্থ।
১৮৩০ সালের এই প্রযুক্তির ওপর ২০১৭ সালে গিয়ে পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। তাই নতুন বছর বিশেষজ্ঞের কাছে চলে যান।
গ্লুটেন বিমুখ
গ্লুটেন এড়িয়ে চললেই সুস্থতা হাসিল করতে পারবেন, এমন কোনো কথা নেই। সেলিয়াক ডিজিসের মতো বিরল রোগ যাদের রয়েছে, কেবল তাদেরই গ্লুটেন এড়িয়ে চলা উচিত। এই নিষেধাজ্ঞা সবার জন্য প্রযোজ্য নয়।
আলমন্ড মিল্ক
অনেকেই এক গ্লাস দুধের বিকল্প হিসেবে আলমন্ড মিল্ক খাওয়ার অভ্যাস করে ফেলেছেন। এটা বেশ স্বাস্থ্যকর। কিন্তু কতটা? এক গ্লাস আলমন্ড দুধে ২ শতাংশ আলমন্ড থাকে। এতে কোনো প্রোটিন নেই। তাই আবারও এক গ্লাস দুধ খাওয়া শুরু করুন।
শুধুই জুস
অনেকেই ফল ও শাকসবজি জুস করে খেতেই পছন্দ করেন। এতে পরিপূর্ণ পুষ্টি মেলে ঠিকই। কিন্তু জুস খেলে পাকস্থলী পরিপূর্ণ হয় না। বরং এমনি ফল ও সবজি খেলে ক্ষুধা মেটে।
ডিমের কেবল সাদা অংশ
ডিমের কুসুম ছাড়া কেবল সাদা অংশ খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন অনেকে। সাদা অংশে প্রোটিন থাকে। কিন্তু অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে কুসুমে। গবেষণায় বলা হয়েছে, খাদ্য থেকে আসা কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলে খুব প্রভাব ফেলে না। তাই দেহে বেশি কোলেস্টেরল না থাকলে পুরো ডিম খেতে পারেন।
‘সি’ নির্ভরতা
ঠাণ্ডা-সর্দি দূর করতে বিভিন্ন খাবার আছে। কিন্তু কেবল ভিটামিন সির ওপর ভরসা করার অভ্যাস বাদ দিন। এই ভিটামিন গ্রহণেরও মাত্রা রয়েছে। একজন মানুষের প্রতিদিন দুই হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন খাওয়া ঠিক নয়।
আঙুল ফোটানো
হাত ও পায়ের আঙুল ফোটানো কেবল বিরক্তিকরই নয়, এটা হাড়ের সংযোগস্থলের জন্য ক্ষতিকর—এই ধারণা বহু পুরনো। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এ কাজটি বরং হাড়ের সংযোগস্থলের পিচ্ছিলতার জন্য দারুণ কাজের হতে পারে।
মাইক্রোওয়েভ
অনেক গবেষণায় বলা হয়, মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে খাদ্যের পুষ্টি উপাদান নষ্ট হয়। তাই এই যন্ত্রে রান্না করেন না অনেকে। কিন্তু খবরটি মিথ্যা। রান্না করতে যন্ত্রটি শক্তির তরঙ্গ ব্যবহার করে। এতে খাবারের মলিকিউলে দ্রুত কম্পনের সৃষ্টি হয়।
ফ্লসিং
অনেকেই বলেন, সপ্তাহে একবার দাঁত ফ্লস করতে হয়। কিন্তু বার্তা সংস্থা এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লসিংয়ের কার্যকারিতা নিয়ে এখনো কোনো গবেষণাই হয়নি। তাই প্রমাণিত হওয়ার আগে ফ্লসিং না করার সিদ্ধান্ত নিতেই পারেন।
–বিজনেস ইনসাইডার অবলম্বনে সাকিব সিকান্দার