সোমবার | ৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমান মদ উদ্দার Logo কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা সমর্থকদের হট্টগোল Logo সাতক্ষীরায় ৫নাম্বার ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে র‌্যাব আন্তরিক: র‌্যাব মহাপরিচালক Logo চট্টগ্রামে জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল! Logo আবারও বাড়লো এলপি গ্যাসের দাম! Logo চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও সাংবাদিক সম্মাননা পুরস্কার বিতরণ Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্বের অভিষেক Logo চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সম্মাননা পেলেন বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী

জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'আইফা মেধাবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ।

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘আইফা মেধাবৃত্তি ২০২৫’ ও ‘শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলা আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি,দৈনিক কালের কন্ঠের সম্পাদক, বাংলা সাহিত্যের অন্যতম কবি হাসান হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজকে নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।
তিনি বলেন, শিক্ষকদের সম্মান না করলে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। শিক্ষকরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তারা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলেন। একজন শিক্ষকের সম্মান নিশ্চিত হলে একটি প্রজন্ম আলোকিত হয়। কিন্তু শিক্ষকের অবমূল্যায়ন হলে সেই জাতি অন্ধকারের দিকে এগিয়ে যায়।
হাসান হাফিজ আরও বলেন, আজ আমরা যে সময়ে বাস করছি, তা চরম মূল্যবোধ সংকটের সময়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানবিকতা যেন হারিয়ে যাচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষা ব্যবস্থার ভেতর নৈতিকতা ও মানবিক চর্চাকে আরও শক্তভাবে অন্তর্ভুক্ত করতে হবে। এই দায়িত্ব সবচেয়ে বেশি শিক্ষকদের ওপর বর্তায়।
তিনি বলেন, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন যে মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননার আয়োজন করেছে, এটি শুধু একটি অনুষ্ঠান নয়—এটি একটি বার্তা। এই বার্তা হলো, সমাজ এখনও মেধাকে সম্মান করে, শিক্ষককে মর্যাদা দেয়। এই ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে আরও বিস্তৃত হওয়া উচিত।
প্রধান অতিথি বলেন, আজ যারা মেধাবৃত্তি ও সম্মাননা পাচ্ছেন, তারা যেন নিজেদের সাফল্যকে ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ না রাখেন। দেশ, মানুষ ও সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শিক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)- এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ, সমন্বয়কারী মজিবুর রহমান ফরহাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাতীয় প্রেসক্লাবের সদস্য মোঃ মফিজুর রহমান খান বাবু, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক সহকারি অধ্যাপক শাহীন আক্তার, ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল আহমেদ বিএসসি, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালি উল্লাহ, দৈনিক কথামালা পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
এ বছর উপজেলার ১১২টি প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী ‘আইফা মেধাবৃত্তি ২০২৫’ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৮১টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৩১টি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমান মদ উদ্দার

জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

আপডেট সময় : ০৯:২০:১৮ অপরাহ্ণ, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘আইফা মেধাবৃত্তি ২০২৫’ ও ‘শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলা আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি,দৈনিক কালের কন্ঠের সম্পাদক, বাংলা সাহিত্যের অন্যতম কবি হাসান হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজকে নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।
তিনি বলেন, শিক্ষকদের সম্মান না করলে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। শিক্ষকরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তারা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলেন। একজন শিক্ষকের সম্মান নিশ্চিত হলে একটি প্রজন্ম আলোকিত হয়। কিন্তু শিক্ষকের অবমূল্যায়ন হলে সেই জাতি অন্ধকারের দিকে এগিয়ে যায়।
হাসান হাফিজ আরও বলেন, আজ আমরা যে সময়ে বাস করছি, তা চরম মূল্যবোধ সংকটের সময়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানবিকতা যেন হারিয়ে যাচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষা ব্যবস্থার ভেতর নৈতিকতা ও মানবিক চর্চাকে আরও শক্তভাবে অন্তর্ভুক্ত করতে হবে। এই দায়িত্ব সবচেয়ে বেশি শিক্ষকদের ওপর বর্তায়।
তিনি বলেন, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন যে মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননার আয়োজন করেছে, এটি শুধু একটি অনুষ্ঠান নয়—এটি একটি বার্তা। এই বার্তা হলো, সমাজ এখনও মেধাকে সম্মান করে, শিক্ষককে মর্যাদা দেয়। এই ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে আরও বিস্তৃত হওয়া উচিত।
প্রধান অতিথি বলেন, আজ যারা মেধাবৃত্তি ও সম্মাননা পাচ্ছেন, তারা যেন নিজেদের সাফল্যকে ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ না রাখেন। দেশ, মানুষ ও সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শিক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)- এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ, সমন্বয়কারী মজিবুর রহমান ফরহাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাতীয় প্রেসক্লাবের সদস্য মোঃ মফিজুর রহমান খান বাবু, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক সহকারি অধ্যাপক শাহীন আক্তার, ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল আহমেদ বিএসসি, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালি উল্লাহ, দৈনিক কথামালা পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
এ বছর উপজেলার ১১২টি প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী ‘আইফা মেধাবৃত্তি ২০২৫’ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৮১টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৩১টি।