চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
রোববার (৩ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকান ঘর হাওলাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউরো মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক এবং চাঁদপুর ইউনানী তিব্বীয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রভাষক মা ও শিশু, চর্ম, যৌন ও এলার্জী রোগ বিশেষজ্ঞ হাফেজ হাকীম ডাঃ মোঃ ওসমান গনি স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীসহ প্রায় ৪’ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদ জানান, লেখাপড়ার পাশাপাশি তরুন সমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার কার্যক্রম পরিচালনা করে যাবো আমরা।
আমরা নিজেদের অর্থায়নে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের সংগঠনের সকল কার্যক্রমে প্রবাসী ভাইরা সর্বাত্মক সহযোগিতা করছেন। আমাদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে সংগঠনকে এগিয়ে নিতে
সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করি।
সংগঠনের মুখপাত্র তাওহীদ হাওলাদারের সার্বিক তত্বাবধানে মেডিকেল ক্যাম্প আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য হাবিব হাওলাদার, ফয়েজ মিজি, রায়হান ঢালী, শিপন হাওলাদার, রিয়াদ হাওলাদার, শাকিল হাওলাদার, রাব্বি হাওলাদার, মোহাম্মদ আনাস, মোঃ মাহাদী, বীর মুক্তিযোদ্ধা হাবিব শেখ, মোরসালিন, মাসুদুর রহমান, রাসেল গাজী, ওমর ফারুক প্রমুখ।
প্রসঙ্গ: চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।
ছবির ক্যাপশন: চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ রোববার (৩ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকান ঘর হাওলাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।





















































