নিউজ ডেস্ক:
বন্যায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত তিন লাখ ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার। এছাড়া ওএমএসের মাধ্যমে এক লাখ ৭১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।
রবিবার থেকে এ কর্মসূচি শুরু হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সচিবালয়ে এ কথা জানান। ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্তরা এ সহায়তা পাবেন বলেও জানান মন্ত্রী।