সিরাজগঞ্জে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “এসো হে বৈশাখ এসো এসো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি জাতি বরণ করে নিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জামতৈল বাজার, স্টেশন, গোডাউন মোড় সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়। পরে স্মৃতিসৌধের সামনে মনোজ্ঞ বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এ পল্লীগীতিতে সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী মোরছালিন, উপজেলা শিল্পকলা একাডেমী ও যুগান্তর শিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত নৃত্য ও সংগীত শিল্পীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ সার্কেলের সহকারি পুলিশ সুপার আতোয়ার রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭

রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “এসো হে বৈশাখ এসো এসো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি জাতি বরণ করে নিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জামতৈল বাজার, স্টেশন, গোডাউন মোড় সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়। পরে স্মৃতিসৌধের সামনে মনোজ্ঞ বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এ পল্লীগীতিতে সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী মোরছালিন, উপজেলা শিল্পকলা একাডেমী ও যুগান্তর শিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত নৃত্য ও সংগীত শিল্পীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ সার্কেলের সহকারি পুলিশ সুপার আতোয়ার রহমান প্রমুখ।