শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

অক্ষয়ের ছবির প্রযোজক হতে চান শাহরুখ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের মসনদ নাকি অন্তত শেষ দুটো দশক খান হিরোদেরই দখলে। এমনটা বললে ভুল হয় না বটে, তবে খানিকটা অত্যুক্তি হয়। কেননা এর পাশাপাশিই থেকে যান অক্ষয় কুমার ও অজয় দেবগন। খান হিরোদের দলভুক্ত না হয়েও ধারে-ভারে তাঁরা যে কোনও অংশে কম যান না, তা আগে বারবার প্রমাণিত হয়েছে। অজয় দেবগন তো জাতীয় পুরস্কার পেয়েইছিলেন। এবার অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার প্রাপ্তি যেন সে ধারণায় সিলমোহর দিল। আর এরপরই অক্ষয়ের ছবির প্রয়োজক হওয়ার বাসনা প্রকাশ করলেন শাহরুখ খান।

এ শখ অবশ্য তাঁর নতুন নয়। সম্প্রতি অক্ষয়কে নায়ক করেই একটি ছবি যৌথভাবে প্রয়োজনা করতে চলেছেন সালমন খান ও করণ জোহর। এই প্রথমবার এই তিন তারকা একটি ছবির জন্য জোট বাঁধলেন। এ ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনুরাগ সিনহা। সেই প্রসঙ্গেই শাহরুখ বলেন, অক্ষয়ের ছবির প্রযোজক হওয়ার ইচ্ছে ছিল তাঁরও। কিন্তু কাহিনী পছন্দ না হওয়া ও অন্যান্য নানা কারণে শেষমেশ তিনি পিছিয়ে আসেন। তবে হাল ছেড়ে দিচ্ছেন না। তাঁর আশা, ভবিষ্যতে অক্ষয়ের ছবির প্রযোজ হবেন তিনি। অক্ষয়ও এ ব্যাপারে রাজি হবেন।

এদিকে ছবিমুক্তিকে কেন্দ্র করে অক্ষয় ও শাহরুখ শিবিরের বিরোধের খবরই শোনা যাচ্ছিল বলিপাড়ার আনাচ কানাচে। ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখের ছবি আর অক্ষয়-ভূমি পেড়নিকরের ‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তি পাবে ১১ আগস্ট। তা নিয়ে খানিকটা সরগরম হয়েছিল বলিউড। অনেকদিন পর দুই বড় তারকার সংঘাতকে ক্ল্যাশ অফ টাইটানস বলে অভিহিত করছিলেন অনেকে। তবে সে জল্পনায় জল ঢাললেন শাহরুখ স্বয়ং। সমস্ত বিরোধিতার তত্ত্ব উড়িয়ে দিয়ে তাঁর দাবি, এটা কখনওই ব্যক্তিগত পর্যায়ের লড়াই নয়। দুটো প্রযোজনা সংস্থার একে অপরের বিপক্ষে টক্কর। কিন্তু তা কখনও অভিনেতাদের সম্পর্কে প্রভাব ফেলে না। তবে কি জাতীয় পুরস্কারের হাওয়া বলিপাড়ার পরিস্থিতিটাই পালটে দিল। কিং খানের কথায় অন্তত সেরকমটাই ইঙ্গিত মিলছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

অক্ষয়ের ছবির প্রযোজক হতে চান শাহরুখ !

আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের মসনদ নাকি অন্তত শেষ দুটো দশক খান হিরোদেরই দখলে। এমনটা বললে ভুল হয় না বটে, তবে খানিকটা অত্যুক্তি হয়। কেননা এর পাশাপাশিই থেকে যান অক্ষয় কুমার ও অজয় দেবগন। খান হিরোদের দলভুক্ত না হয়েও ধারে-ভারে তাঁরা যে কোনও অংশে কম যান না, তা আগে বারবার প্রমাণিত হয়েছে। অজয় দেবগন তো জাতীয় পুরস্কার পেয়েইছিলেন। এবার অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার প্রাপ্তি যেন সে ধারণায় সিলমোহর দিল। আর এরপরই অক্ষয়ের ছবির প্রয়োজক হওয়ার বাসনা প্রকাশ করলেন শাহরুখ খান।

এ শখ অবশ্য তাঁর নতুন নয়। সম্প্রতি অক্ষয়কে নায়ক করেই একটি ছবি যৌথভাবে প্রয়োজনা করতে চলেছেন সালমন খান ও করণ জোহর। এই প্রথমবার এই তিন তারকা একটি ছবির জন্য জোট বাঁধলেন। এ ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনুরাগ সিনহা। সেই প্রসঙ্গেই শাহরুখ বলেন, অক্ষয়ের ছবির প্রযোজক হওয়ার ইচ্ছে ছিল তাঁরও। কিন্তু কাহিনী পছন্দ না হওয়া ও অন্যান্য নানা কারণে শেষমেশ তিনি পিছিয়ে আসেন। তবে হাল ছেড়ে দিচ্ছেন না। তাঁর আশা, ভবিষ্যতে অক্ষয়ের ছবির প্রযোজ হবেন তিনি। অক্ষয়ও এ ব্যাপারে রাজি হবেন।

এদিকে ছবিমুক্তিকে কেন্দ্র করে অক্ষয় ও শাহরুখ শিবিরের বিরোধের খবরই শোনা যাচ্ছিল বলিপাড়ার আনাচ কানাচে। ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখের ছবি আর অক্ষয়-ভূমি পেড়নিকরের ‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তি পাবে ১১ আগস্ট। তা নিয়ে খানিকটা সরগরম হয়েছিল বলিউড। অনেকদিন পর দুই বড় তারকার সংঘাতকে ক্ল্যাশ অফ টাইটানস বলে অভিহিত করছিলেন অনেকে। তবে সে জল্পনায় জল ঢাললেন শাহরুখ স্বয়ং। সমস্ত বিরোধিতার তত্ত্ব উড়িয়ে দিয়ে তাঁর দাবি, এটা কখনওই ব্যক্তিগত পর্যায়ের লড়াই নয়। দুটো প্রযোজনা সংস্থার একে অপরের বিপক্ষে টক্কর। কিন্তু তা কখনও অভিনেতাদের সম্পর্কে প্রভাব ফেলে না। তবে কি জাতীয় পুরস্কারের হাওয়া বলিপাড়ার পরিস্থিতিটাই পালটে দিল। কিং খানের কথায় অন্তত সেরকমটাই ইঙ্গিত মিলছে।

সূত্র: সংবাদ প্রতিদিন