নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সাইফুর রহমান খান ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন হল ও ভবন পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুর ১২টায় ভিসি অফিসের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রকল্পের অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্মসচিব সাইফুর রহমান খান, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় গুণগত মান নিশ্চিত করে সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়।
























































