শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি Logo মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশ সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে-চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যু Logo দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক Logo শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর Logo পলাশবাড়ীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃগী রোগে আক্রান্ত যুবকের মরদেহ উদ্ধার Logo মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ যাত্রী, আহত অর্ধশতাধিক Logo ৯ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা – কনকনে ঠান্ডা, হিমেল বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। Logo শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ Logo নির্বাচনী আমেজ চাঁদপুরে, ৫ আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ জন

শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি

চাঁদপুর শহরের গাছতলা ব্রিজের পাশে বেদে পল্লীতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল)- বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। 

গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সমাজের অবহেলিত ও নিম্ন আয়ের মানুষদের কষ্ট আরও বেড়েছে। এই শীতের তীব্রতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরের
গাছতলা ব্রিজের পাশে বেদে পল্লীতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার শীতবস্ত্র (কম্বল) নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি অর্ধশতাধিক বেদে পরিবারের নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন,
“শীত প্রকৃতির নিয়ম, কিন্তু শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের অবহেলিত জনগোষ্ঠী—বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষরা যেন শীতে কষ্ট না পান, সেই লক্ষ্যেই আমরা তাদের পাশে এসেছি। চাঁদপুর জেলার একজন মানুষও শীতে কষ্ট পাবে—এটা আমরা চাই না।”

তিনি আরও বলেন,“সরকার শুধু নীতিনির্ধারণেই সীমাবদ্ধ নয়, মাঠপর্যায়ে এসে মানুষের কষ্ট অনুভব করাটাই প্রশাসনের আসল কাজ। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শীতবস্ত্র পেয়ে বেদে পল্লীর বাসিন্দারা জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি

শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি

আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সমাজের অবহেলিত ও নিম্ন আয়ের মানুষদের কষ্ট আরও বেড়েছে। এই শীতের তীব্রতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরের
গাছতলা ব্রিজের পাশে বেদে পল্লীতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার শীতবস্ত্র (কম্বল) নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি অর্ধশতাধিক বেদে পরিবারের নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন,
“শীত প্রকৃতির নিয়ম, কিন্তু শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের অবহেলিত জনগোষ্ঠী—বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষরা যেন শীতে কষ্ট না পান, সেই লক্ষ্যেই আমরা তাদের পাশে এসেছি। চাঁদপুর জেলার একজন মানুষও শীতে কষ্ট পাবে—এটা আমরা চাই না।”

তিনি আরও বলেন,“সরকার শুধু নীতিনির্ধারণেই সীমাবদ্ধ নয়, মাঠপর্যায়ে এসে মানুষের কষ্ট অনুভব করাটাই প্রশাসনের আসল কাজ। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শীতবস্ত্র পেয়ে বেদে পল্লীর বাসিন্দারা জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।