শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি Logo মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশ সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে-চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যু Logo দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক Logo শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর Logo পলাশবাড়ীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃগী রোগে আক্রান্ত যুবকের মরদেহ উদ্ধার Logo মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ যাত্রী, আহত অর্ধশতাধিক Logo ৯ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা – কনকনে ঠান্ডা, হিমেল বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। Logo শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ Logo নির্বাচনী আমেজ চাঁদপুরে, ৫ আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ জন

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশ সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে-চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়—একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। ”মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু এই শিক্ষার্থীরা যদি মাদকের ছোবলে পড়ে, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সঙ্গে আপস করা যাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন এই মাদকবিরোধী সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকেই যদি সচেতনতা তৈরি হয়, তাহলে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠবে।”

চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান আকাশ, বাইতুল আমান জামে মসজিদের খতিম ও ইমাম প্রফেসর ফাহা, চরমেশা কালী মন্দিরের পুরোহিত শ্রীধাম চন্দ্র দাস, যুব রেডক্রিসেন্ট, চাঁদপুর জেলা ইউনিটের যুবপ্রধান ওমর বিন ইউসুফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশ সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে-চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার

আপডেট সময় : ০৩:২৯:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়—একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। ”মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু এই শিক্ষার্থীরা যদি মাদকের ছোবলে পড়ে, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সঙ্গে আপস করা যাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন এই মাদকবিরোধী সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকেই যদি সচেতনতা তৈরি হয়, তাহলে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠবে।”

চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান আকাশ, বাইতুল আমান জামে মসজিদের খতিম ও ইমাম প্রফেসর ফাহা, চরমেশা কালী মন্দিরের পুরোহিত শ্রীধাম চন্দ্র দাস, যুব রেডক্রিসেন্ট, চাঁদপুর জেলা ইউনিটের যুবপ্রধান ওমর বিন ইউসুফ।