চুয়াডাঙ্গা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ মনোনয়ন ফর্ম জমা দিলেন জেলা প্রশাসক এর নিকট।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট শরীফুজ্জামান শরীফের পক্ষে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন।

শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র জমা দেবার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফসহ দলীয় নেতারা।


















































