লনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৩.০’ অনুষ্ঠানের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আশিক উর রহমান।
এ সময় তিনি বলেন, ক্যারিয়ার ক্লাব তৃতীয় বছরের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে।এ ধরনের অনুষ্ঠান আয়োজন ও সফল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এজন্য আমি ক্যারিয়ার ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, পাবলিক স্পিকিং ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে মনোবলের সাথে এগিয়ে যেতে এবং উজ্জল ভবিষ্যত গড়তে পাবলিক স্পিকিং উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এ সময় তিনি সকল প্রতিযোগী এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।
এছাড়াও বিচারক মন্ডলীদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বি বলেন, পাবলিক স্পিকিং আমাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলামে পাবলিক স্পিকিং যুক্ত করতে হবে। যা আমাদের শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহযোগিতা করবে। তাই আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানের সকলকে এবং ক্যারিয়ার ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানটি বাংলা ও ইংরেজি দুই সেগমেন্টে অনুষ্ঠিত হয়। বাংলা সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ফওজিয়া ফারিয়া জেবা, দ্বিতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জিহাদ হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন আর্কিটেকচার ডিসিপ্লিনের নাঈম মাহমুদ চৌধুরী।
এছাড়াও ইংরেজি সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ফয়সাল বিন জাহির, দ্বিতীয় স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের মো. তৌফিক সরকার ভুবন এবং তৃতীয় স্থান অধিকার করেন ইংরেজি ডিসিপ্লিনের রেফাত ইসলাম প্রমি।
এ অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিলেন লেক্সিকন। মিডিয়া পার্টনার হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(খুবিসাস), সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কেইউ ইনসাইডার্স এবং ফটোগ্রাফি পার্টনার পিক্সটরি।