খুবি প্রতিনিধি,আবিদ হাসান:
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’ পথচলার গৌরবময় ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ২২ ও ২৩ আগস্ট (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব ২০২৫।
২২ আগস্ট (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে আবৃত্তি কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান, অধ্যাপক ড. মো. তানভীর দুলাল এবং খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. তাকদীরুল গনী। কর্মশালার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আবৃত্তি, উচ্চারণ, নির্মাণ, চরিত্রায়ণ ও পরিবেশনা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হবে।
২৩ আগস্ট (শনিবার) দিনব্যাপী হবে পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব। সকাল ৯টায় হাদী চত্বর থেকে শুরু হবে শুভ সূচনা ও আনন্দ মিছিল। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অদম্য বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আবৃত্তি উৎসব, যেখানে অংশ নেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আবৃত্তি সংগঠন।
অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি আবৃত্তি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ-আবৃত্তি, সরকারি ব্রজলাল কলেজের বায়ান্ন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অমিত্রাক্ষর, কৃষ্টি, বায়স্কোপ, ভৈরবী, আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা, রিদম ও স্পার্ক।
আয়োজকরা জানিয়েছেন, আবৃত্তি চর্চার এক চতুর্থাংশ শতাব্দীর এই পথচলা স্মরণীয় করে তুলতে আয়োজিত এ উৎসব হবে এক মিলনমেলা, যা নতুন প্রজন্মের আবৃত্তি অনুরাগীদের অনুপ্রেরণা যোগাবে।