সিরাক-বাংলাদেশ এর আয়োজনে সোমবার (১১আগষ্ট) শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক একটি যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়, যা সুইডিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডা’র অর্থায়নে ইউএনএফপিএ’র সহায়তায় এবং সিরাক-বাংলাদেশ বাস্তবায়ন করছে। চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও ভৌগলিক অবস্থান থেকে ৩০ জন তরুণ প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রকল্পটি বিশেষভাবে প্রান্তিক ও জলবায়ু-সংবেদনশীল তরুণ জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা সংশ্লিষ্ট জাতীয় নীতিমালায় পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের তরুণদের সাথে ধারাবাহিক পরামর্শমূলক সভা, কর্মশালা, ক্যাম্পেইন এবং অন্যান্য কার্যক্রম সমূহের মাধ্যমে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক একটি জাতীয় শ্বেতপত্র তৈরি করে সংশ্লিষ্ট জাতীয় নীতিমালায় পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আবুল কাসেম মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিরাক-বাংলাদেশ এর ইনোভেশন এন্ড ইয়ুথ স্পেশালিস্ট মো: নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন, ডা. মোহাম্মদ নুর আলম দ্বিন, চাঁদপুরের পরিবেশ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুরের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উপ-পরিচালক নাসিমা আখতার, চাঁদপুর সদর হাসপাতাল সহকারি পরিচালক আশরাফ আহমেদ চৌধুরি।
উদ্বোধনী বক্তব্যে সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন, বাংলাদেশ একটি পরিবর্তনের পথে চলছে, তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মতন নাগরিক সেবা খাতে কিশোর-কিশোরী ও তরুণরা এখনও সম্পূর্ণ সুযোগ সুবিধা পাচ্ছেন না। তিনি স্বাস্থ্য সেবা ক্ষেত্রের বৈষম্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন এই বৈষম্যকে দূরীকরণে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
চাঁদপুরের সিভিল সার্জন, ডা. নূর আলম দীন বলেন, তরুণদের উৎসাহ ও পরামর্শ দেন যেন তারা ভবিষ্যতে যোগ্য নেতৃত্বে পরিণত হয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের মতামত উপস্থাপন করতে পারে। সেবা প্রদানে কর্মীর অপ্রতুলতাকে একটি বড় অন্তরায় হিসেবে তুলে ধরে তিনি বলেন, দক্ষ তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান করা যেতে পারে।
চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক আবুল কাসেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সেবাকেন্দ্রসমূহে কৈশোরবান্ধব সেবা, মাতৃত্বকালীন সেবাসহ নানান সাধারন স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়। এইসব কেন্দ্রের সেবার মানোন্নয়নে তরুণদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।
এছাড়া কর্মশালার বিভিন্ন দলভিত্তিক সেশন, উপস্থাপনা এবং প্রস্তাবনা পর্ব পরিচালনা করেন সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম লীড শাহীনা ইয়াসমিন, উপ পরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া।
কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর ফাইন্যান্স এন্ড এডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক, কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি এবং জেপাইগো বাংলাদেশ এর এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. নুসরাত জাহান। দলভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্রে তাদের মতামত প্রদান করেন এবং তাদের উপস্থাপনাগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশ দেন।
ছবির ক্যাপশন: সিরাক-বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক একটি যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও ভৌগলিক অবস্থান থেকে ৩০ জন তরুণ প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।