ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর এক কচুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন মিয়াজীর পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে খিলমেহের গ্রামে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “জাতীয়ভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের হৃদয়বিদারক করে তোলে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”তারা আরও বলেন, “এমন ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। তাই আমাদের উচিত আরও মানবিক হওয়া, এবং সবসময় আল্লাহর উপর ভরসা রেখে চলা।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ফেরদৌস আহমেদ । তিনি আহতের আরোগ্য লাভ ও নিহতদের জন্য বিশেষ মোনাজাত করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করেন।
৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত প্রধানের পরিচালনায় এসময় বিএনপি নেতা কামাল হোসেন,জিয়াউর রহমান সুজন,ওয়ার্ড বিএনপি সভাপতি শাহআলম মৃধা,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হোসেন নবী,সদস্য সচিব আলমগীর হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান ডলার,ইউনিয়ন যুবদল নেতা মামুন হোসেন প্রধান,ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহিম ডিলার,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আমিন উদ্দিন পাঠান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসেন,বিএনপি নেতা হারুন পাঠান,জাকির হোসেন মিয়াজী, আলাউদ্দিন প্রধান,ইয়াসিন মৃধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যুবদল নেতাকর্মী ছাড়াও বিএনপি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।