ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। গত বছরের জুলাই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, “উদ্ধারের পর যখন তাকে আমাদের এখানে আনা হয়, তখন আমরা তার পালস পাইনি। তবে আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার সুযোগ না থাকায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি পুকুর থেকে উদ্ধার করি। পরে ইবি মেডিকেল হয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
প্রসঙ্গত, সাজিদের এই অকালমৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। সহপাঠীসহ আত্মীয়-স্বজনরা ভেঙে পড়েছেন শোকে। তার বাড়ি ঢাকার টাঙ্গাইলে।