খুলনা জেলার কয়রা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা অফিস চত্বরে আলোচনা সভা ও কয়রা মেইন মেইন সড়কে র্যালি প্রদর্শনী করা হয়
বৃহস্পতিবার(১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখা কতৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ এনামুল কবির এর পরিচালনায়।
প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক জননেতা মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলুমের বিরুদ্ধে শোষিত ও মজলুম মানুষের পক্ষে ইসলামের অবস্থান অত্যন্ত বলিষ্ঠ কাউকে দিয়ে কাজ করিয়ে মজুরি পরিশোধ না করা জুলুম। কেউ এ ধরনের জুলুম করলে মুসলিম সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব তার বিরুদ্ধে দাঁড়ানো, তাকে মজুরি পরিশোধ করতে বাধ্য করা যদি দুনিয়াতে কোন কারনে সে পার পেয়ে ও যায় পরকালীন কঠিন শাস্তি থেকে সে রেহাই পাবে না হাদিসে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন কেয়ামতের দিন এ ধরনের জালিমদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা স্বয়ং বাদি হবেন এবং কঠিন শাস্তি মুখোমুখি করা হবে।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ অলিউল্লাহ, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মাওলানা লিয়াকত আলী, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের উপজেলা সভাপতি অধ্যক্ষ সুজাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, কয়রা উপজেলা ছাত্রশিবির সভাপতি সামিউল হক, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, বাগালী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হামিদুর রহমান, কয়র উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি ডাঃ রমজান আলী, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম।
আন্তর্জাতিক শ্রমিক দিবস বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছেন।