সোমবার | ২৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। Logo আইনের ফাঁদে দুই প্রতিষ্ঠান: চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় Logo গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা Logo শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন ও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ধারা ১০(খ) অনুসারে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ খসরুল আলম, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মাজিদুল ইসলাম, সরকারি অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং হাসান মাহমুদ সাকি, প্রভাষক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন।

গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে নির্বাচন কমিশন নির্বাচন তফসিল প্রকাশ করে। তফসিল অনুযায়ী, একই দিনে ভোটার তালিকাও প্রকাশ করা হয়। আগামী ২৩ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে আগ্রহী প্রার্থীদের। পরদিন, অর্থাৎ ২৪ এপ্রিল একই সময়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৫ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন সম্পর্কিত সকল কার্যক্রম খুবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিবারের মতো এবারও মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।

নির্বাচন প্রসঙ্গে বর্তমান খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি একরামুল হক বলেন, “খুবিসাসের ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।”
তিনি আরও বলেন, “খুবিসাস সবসময় সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও স্বাধীনতার পক্ষে। আমি আশা করি, আসন্ন নির্বাচনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে, তারা এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

নির্বাচনকে ঘিরে খুবিসাস সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ 

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ণ, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন ও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ধারা ১০(খ) অনুসারে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ খসরুল আলম, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মাজিদুল ইসলাম, সরকারি অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং হাসান মাহমুদ সাকি, প্রভাষক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন।

গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে নির্বাচন কমিশন নির্বাচন তফসিল প্রকাশ করে। তফসিল অনুযায়ী, একই দিনে ভোটার তালিকাও প্রকাশ করা হয়। আগামী ২৩ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে আগ্রহী প্রার্থীদের। পরদিন, অর্থাৎ ২৪ এপ্রিল একই সময়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৫ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন সম্পর্কিত সকল কার্যক্রম খুবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিবারের মতো এবারও মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।

নির্বাচন প্রসঙ্গে বর্তমান খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি একরামুল হক বলেন, “খুবিসাসের ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।”
তিনি আরও বলেন, “খুবিসাস সবসময় সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও স্বাধীনতার পক্ষে। আমি আশা করি, আসন্ন নির্বাচনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে, তারা এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

নির্বাচনকে ঘিরে খুবিসাস সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।