ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা জমা দিলো জামায়াত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ একগুচ্ছ মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে এ সুপারিশ মালা জমা দেয় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নের্তৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থার প্রস্তাবনা দেয়ার পাশাপাশি সংবিধান কাউন্সিলের বিষয়ে পুরোপুরি একমত নয় জামায়াত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে তারা।

তিনি আরও জানান, যেসব জায়গায় ক্ষমতার ভারসাম‍্য নেই সেসব জায়গায় কীভাবে ভারসাম‍্য আনা যায়, সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। সেক্রেটারি জেনারেল বলেন, দিন মাস বেঁধে নয়, জামায়াত ইসলামী ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা জমা দিলো জামায়াত

আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ একগুচ্ছ মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে এ সুপারিশ মালা জমা দেয় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নের্তৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থার প্রস্তাবনা দেয়ার পাশাপাশি সংবিধান কাউন্সিলের বিষয়ে পুরোপুরি একমত নয় জামায়াত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে তারা।

তিনি আরও জানান, যেসব জায়গায় ক্ষমতার ভারসাম‍্য নেই সেসব জায়গায় কীভাবে ভারসাম‍্য আনা যায়, সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। সেক্রেটারি জেনারেল বলেন, দিন মাস বেঁধে নয়, জামায়াত ইসলামী ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায়।