সহিংসতা বেড়েছে নারীদের প্রতি: জেএসডি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করলেও গণঅভ্যুত্থানের পর নারীদের প্রতি সহিংসতা বেড়ে গেছে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নেতাকর্মীরা।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তারা এসব কথা বলেন।

তারা বলেন, আজ দেশের কোথাও নারীরা নিরাপদ নয়, তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। মাগুরার শিশুটির মতো সারাদেশে যে হারে ধর্ষণ, নিপীড়ন-নির্যাতন বেড়েছে, এভাবে চলতে থাকলে নারীরা উন্নয়ন অগ্রগতিতে পিছিয়ে পড়বে। শিশু ও নারী নির্যাতন রোধে আইনের সংস্কারের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে নারীরা।

তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী বাড়ানোর পাশাপাশি নারী নির্যাতন রোধ এবং নারীর ক্ষমতায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসময় দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানান তারা।

এসময় দেশে যত শিশু-নারী নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, এর প্রত্যেকটি ঘটনার বিচার দাবি করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সহিংসতা বেড়েছে নারীদের প্রতি: জেএসডি

আপডেট সময় : ০৩:৫৯:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করলেও গণঅভ্যুত্থানের পর নারীদের প্রতি সহিংসতা বেড়ে গেছে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নেতাকর্মীরা।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তারা এসব কথা বলেন।

তারা বলেন, আজ দেশের কোথাও নারীরা নিরাপদ নয়, তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। মাগুরার শিশুটির মতো সারাদেশে যে হারে ধর্ষণ, নিপীড়ন-নির্যাতন বেড়েছে, এভাবে চলতে থাকলে নারীরা উন্নয়ন অগ্রগতিতে পিছিয়ে পড়বে। শিশু ও নারী নির্যাতন রোধে আইনের সংস্কারের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে নারীরা।

তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী বাড়ানোর পাশাপাশি নারী নির্যাতন রোধ এবং নারীর ক্ষমতায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসময় দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানান তারা।

এসময় দেশে যত শিশু-নারী নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, এর প্রত্যেকটি ঘটনার বিচার দাবি করেন তারা।