শিরোনাম :
Logo ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান  Logo সিরাক-বাংলাদেশের উদ্যোগে চাঁদপুরে স্বাস্থ্য সেবা উন্নয়নে স্বাস্থ্যকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত Logo স্টারমারের সফরে ইউরোফাইটার ক্রয় চুক্তিতে নজর তুরস্কের Logo বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিলেন চেক প্রেসিডেন্ট Logo চাঁদপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে যুব সমাজের মানববন্ধন! Logo ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন Logo চাঁদপুরে যমুনা প্রিন্টিং হাউজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ! Logo বিদায় বেলায় ৩ শতা‌ধিক শিক্ষার্থীদের খাবার প‌রি‌বেশন কর‌লেন শিক্ষক ঝুমকা রানী দাস। Logo তাড়াশে জমি দখল ও নকশা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ!

ডিজিটাল নোটিশ বোর্ডের আওতায় খুবির ১নং একাডেমিক ভবন

আজ ০৪ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে একটি ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। এই নোটিশ বোর্ডটি ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ভবনেও এ সুবিধা চালু করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুুষ্ঠানের ছবি, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি এখানে প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবগুলো একাডেমিক ভবনে স্থাপনের কাজ শেষে হাদী চত্বরে একটি বৃহদাকার মনিটর স্থাপন করা হবে। যাতে কেউ বিশ্ববিদ্যালয় এলে সহজেই বুঝতে পারে- এ বিশ্ববিদ্যালয় কতটা প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাশক্তির। তিনি এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

ডিজিটাল নোটিশ বোর্ডের আওতায় খুবির ১নং একাডেমিক ভবন

আপডেট সময় : ০৯:৫৮:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ৫ মার্চ ২০২৫

আজ ০৪ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে একটি ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। এই নোটিশ বোর্ডটি ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ভবনেও এ সুবিধা চালু করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুুষ্ঠানের ছবি, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি এখানে প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবগুলো একাডেমিক ভবনে স্থাপনের কাজ শেষে হাদী চত্বরে একটি বৃহদাকার মনিটর স্থাপন করা হবে। যাতে কেউ বিশ্ববিদ্যালয় এলে সহজেই বুঝতে পারে- এ বিশ্ববিদ্যালয় কতটা প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাশক্তির। তিনি এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।